নীল পরী খোকা মেঘের উপর মেঘ কেরছে রং এর উপর রং তাইতো আজি থোকন সোনা সাজবে নানান সং। পাখি হয়ে যাবে উড়ে নীল আকাশের বুকে সবুজ গাছের মগ ডালেতে থাকবে মহাসুখে।। নদী হয়ে দুরেতে যাবে এঁকে বেকে পালতোলা ঐ নৌকাগুলো ভাসবে যে তার বুকে। এছাড়াও কত রকম সাঁজ যে সে জানে তোমরা সবাই এদিকে এসো বলবো কানে কানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।