আমাদের কথা খুঁজে নিন

   

এক পোস্টের কত্তো রুপ। ভার্সন-২

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...' ;; ;; ;; এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ব্লগ থেকে ব্লগে কিভাবে পোস্টের আকার আকৃতি ধরণ পালটে যায়। আজ আপনাদের দেখাবো ব্লগার থেকে ব্লগারে কিভাবে একটা পোস্ট বিভিন্ন রূপ ধারণ করে। মুল পোস্টঃ আবুল মিয়ার মুরগী ডিম পেড়েছে পোস্টার যখন পারভেজ আলমঃ উপনিবেশিক আগ্রাসনের নতুন নিদর্শনঃ আবুলের মুরগীর আন্ডা খবর পৌছে দিচ্ছি। দ্বারে দ্বারে, ঘরে ঘরে। আবুলের মুরগী যে ডিম পেড়েছে সেটা একটা বদ জিনিষ।

কারণ এই মুরগী যে মুরগার সাথে থাকতো সে ছিলো একটা বিদেশি মুরগা। ইতিহাসের সাথে বর্তমানে সাদৃশ্য ঘেটে দেখেছি এই মুরগা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সুতরাং এই মুরগার কারনে যে আন্ডা সৃষ্টি হয়েছে সেটা হলো উপনিবেশিক আগ্রাসনের নতুন নিদর্শন। হে কমরেড ব্রাদারবৃন্দ, দা কুড়াল খুন্তি কামান গ্রেনেড নিয়ে প্রস্তুত হোন। আসুন আগামীকাল সেই মুরগীর খুপড়িতে হামলা করি।

একটা বাড়ি দিয়ে ঐ অভিশপ্ত ডিমকে ফাটিয়ে দেই। ডাক দিয়ে যাই কে আসবি আয়। পোস্টার যখন ফিউশন ফাইভঃ আবুলের মুরগীর সূক্ষ জোচ্চুরী সহজভাবে দেখলে দেখবেন একটা মুরগী ডিম পেড়েছে। এই ডিম আপনি ভাজি করে খাবেন নাকি ভুনা করে খাবেন সেটা পরের ব্যাপার। এখন কথা হলো এই ডিমের বাপ কে? আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাপ মানে হলো আব্বা আরকি।

সে যাই হোক, আমি স্পষ্ঠ দেখতে পাচ্ছি এই ডিম এখন পিতৃপরিচয় সংকটে পড়েছে। কারণ হলো অনুসন্ধানে আমি চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছি। আমি ঐ মুরগির এক বান্ধবীকে জিজ্ঞেস করেছিলাম যে ঐ আলোচিত ডিমের মায়ের বয় ফ্রেন্ড কে ছিলো। জবাবে ঐ বান্ধবী বলেছে "কুক্কুরু"। কিন্তু ডিমের মা'কে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন "কক কক কক"।

এখন আপনারাই বলুন "কক কক কক" আর "কুক্কুরু" কিভাবে এক মুরগা হতে পারে? ডিমের মা আর ডিমের মায়ের বান্ধবীর দুই রকম কথা কি প্রমান করে? প্রমান করে যে এখানে ভয়ংকর এক রহস্য লুকিয়ে আছে। আমাদেরকে এই রহস্যের জাল উন্মোচন করতে হবে। পোস্টার যখন হাসান মাহবুবঃ ছোট গল্পঃ একটু মুরগী একটি ডিম নিস্তব্দ প্রকৃতির খেয়াল বুঝা ভার। খেয়ালী প্রেমিকার সাথে নিস্তব্দ প্রকৃতির সাদৃশ্য কি ঈশ্বরের স্বেচ্ছা সৃষ্টি! আমার বিষন্ন প্রশ্নগুলোর ভান্ডারে হয়তো এটা একটা নতুন সংযোজন। আমার প্রশ্নগুলো আমাকে ভাবায়।

প্রতিদিন প্রতিরাত। স্পষ্ট শুনতে পাই প্রশ্নগুলোর আর্তনাদ। আমাকে বারবার বিক্ষত করে সেগুলো। আমি তাদেরকে ধমক দেই "চুদির ভাই! তোরা থাম" তারপরেও তারা থামে না। একদিন এভাবেই বিক্ষত হচ্ছি প্রশ্নের অত্যাচারে ঠিক তখনই আবুলের মুরগী আন্ডা পাড়লো।

(এই পোস্ট লেখকের বক্তব্যঃ গল্প শেষ। কিছু বুঝলেন?) পোস্টার যখন জা... সরি ব্লগের মডু (পোস্টটি মডুপু মনে মনে অথবা ফোনে ফোনে দিবেন ) মিস্টার আবুল, আপনার আগে আমার মুরগী ডিম পেড়েছে আবুল, আপনার মুরগী ডিম পেড়েছে ভালো কথা। কিন্তু এটাকে এতো হাইলাইট করার দরকার কি? আপনি কি মনে করেছেন? আমি কিছু কি বুঝি না? সামহোয়্যারের মতো বড় একটা ফার্ম চালাই আমি কিছু না বুঝে? আপনি আমাকে ডিমের স্ক্রিনশট দেখাচ্ছেন। কয়টা দেখাবেন? আমার সার্ভার খুললে আমি অসংখ্য ডিমের খবর পাবো। প্লিজ ডিম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

আমি রাখছি। কারণ আমি ব্যাস্ত। আমি একটা সেমিনারে এসেছি। এখানে আমাকে এওয়ার্ড দেয়া হচ্ছে। অনেক বড় এওয়ার্ড।

আপনার মুরগীর ডিমের চেয়ে কয়েক গুন বড় সাইজের। পোস্ট চলবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।