আমি কোনকিছুই সু-ভাবে প্রকাশ করতে পারি না। অধিক গরমে আপনার মাথা গরম????
এত গরমে কাপড়-চোপড় খুলে ফ্যানের নিচে বসে থাকতে ইচ্ছে হচ্ছে????
তাহলে, দেখে নিন সামনের কয়েক দিনের খবর। আর, ভাবুন কি করবেন........
আজ, ২৯শে জুলাই,
ঢাকার আকাশে হালকা মেঘ থাকবে। বাতাসের আদ্রতা ৭০%। দক্ষিণা বাতাস বইতে পারে ৫-১০ মাইল/ঘন্টা বেগে।
রাতের বেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কিন্তু, বৃষ্টি হওয়ার সম্ভবনা ৩০%।
আগামিকাল, ৩০শে জুলাই,
আজকের মতোই থাকবে। আর সেই প্রত্যাশিত বৃষ্টি হওয়ার সম্ভবনা ৩০%।
৩১শে জুলাই,
আকাশ থাকবে মেঘে ঢাকা।
হতেও পারে বৃষ্টির দেখা।
তাই, আজি বৃষ্টিতে গোসল করতে প্রস্তুত হন।
অবশ্য, বৃষ্টি না হইলে আমি দায়ী নয়।
১লা আগস্ট:
আকাশে মেঘের ঘনঘটা। তাই, বলে গরম কমবে এমন ভাববেন না।
কারণ, আদ্রতা যে বেড়ে যাবে।
তবে বৃষ্টি হলেও হতে পারে।
২রা আগস্ট:
আবার আজকের মতো কথা লিখে রাখছে দেখি আবহাওয়া বার্তায়।
জানিয়ে দিলাম আগামি কয়েকদিনের আবহাওয়া বার্তা। আর, নিয়ম অনুয়ায়ি এগুলো ভুল হওয়ার কথা।
দেখা যাক কি হয়.... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।