আমাদের কথা খুঁজে নিন

   

দি লায়ন অব দ্যা ডেজার্ট দেখার পর

জানি না কেন লিখি! তবু লিখি মনের খেয়ালে, পরিবর্তন করার মানসে, পরিবর্তিত হওয়ার মানসে। যদিও জানি সব ব্যর্থ হচ্ছে। তবুও আমি আছি সেদিনের সেই আলোকময় প্রত্যুষার আগমনের অপেক্ষায় তোমরা কি করে ভুলে আছো তোমাদের সেই অতীতকে? তোমাদের কি তাড়া করে না সেই অতীত ইতিহাস? কি করে এতো বিস্মৃতিপরায়ণ জাতি হোয়ে গেলে তোমরা? এইতো মাত্র কিছুদিন আগে তোমাদের পদানত করতে গিয়ে, ট্যাংক আর বেয়নেটের তীক্ষè ফলার ভয় দেখিয়ে তাড়িয়ে নিয়ে গেলো তোমাদের পশুপালসহ ক্ষূদ্র খোয়ারে আর তোমরা মৃত্যুবরণ কোরলে পশুদেরই সাথে পশুদেরই মত! মৃত্যুকে আলিঙ্গন কোরলে কাপুরুষের মত। তোমাদের লড়াকু ভাই ওমর আল মুখতার, যে লড়াই কোরে গেছে মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও তিনি তো পান কোরেছেন শাহাদাতের অমিয় সুধা যদিও তাকে তোমাদেরই চোখের সামনে সামান্য অপরাধী চোরের মতো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর কোরেছিলো শত্র“রা। তিনি তো দমেন নি, পলায়ন করেন নি ময়দান ছেড়ে যদিও তার হাতছানি ছিলো পার্থিব বিলাসের তোমরা কি ভুলে গেছো তার কথা? তোমরা কি শত্র“কেই গ্রহণ কোরেছো বন্ধুরূপে? জেনে রেখো তারা তোমাদের বন্ধু নয়, কসম সেই সত্ত্বার, কসম সেই রবের পবিত্রতার; তারা কখনোই তোমাদের বন্ধু নয়। কখনোই তারা তোমাদের বন্ধু নয়। যে জীবন নিয়ে বেচে আছো তাতো গোলামীর জীবন। কি হোয়েছে তোমাদের ? দেখনি কি কোন দানব চেপে বসেছে তোমাদের ঘাড়ে তোমরা তাকে জানো বন্ধু, আর সে জানে তোমরা তার শত্র“। যদিও দেখছি তোমরা তাদের উপযুক্ত শত্র“ও নও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।