আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট সিমান্তে ২৬১ একর জমি ভারতকে ছেড়ে দেয়ার পর ভাবছি আর কি কি দিয়ে আওমীলীগ ভারতকে খুশি করবে?

রাষ্ট ক্ষমতা পাবার ক্ষেত্রে আওমীলীগকে নিবার্চনী কারচুপিতে সহযোগীতার অভিযোগ ছিল। তখন কথাটাকে আমার কাছে হাস্যকর মনে হত। নিছক কথার কথা মনে হত। কিন্তু আমার সেই ভুল ভাঙ্গতে বেশি দিন লাগল না। অবাক বিস্ময়ে দেখলাম মাননীয় প্রধান মন্ত্রি ভারত সফরের সময় অসম অকল্পনীয় কিছু চুক্তি করলেন যা রহস্যময় চুক্তি হিসেবে সাধারন জনগনের কাছে প্রতিয়মান।

সেই চুক্তির কোন খসড়া সংবাদ মাধ্যেমে প্রকাশ করা হয়নি। অতিকথন এ বিখ্যাত আওমীলীগের নেতারা ভারত সফর সম্পর্কে নানা ওয়াজ মাহফিল করলেও চুক্তির ব্যাপারে বিস্তারিত কোন কিছু বললেন না। আমরা শুধু জানলাম তাদের লোনের টাকা দিয়ে তাদের জন্য রাস্তা নির্মান করতে হবে। এবং সিংগাপুর হবার প্রলোভন দেখালেও সেশ পযন্ত বিনা সুল্কে তারা আমাদের বন্দর ব্যাবহার করবে। সেলুকাস! এখন আবার সিলেট সীমান্তে যৌথ জরিপের নামে বাংলাদেশের ২৬১ একর ভূমি ভারতের কাছে তুলে দেয়ায় অভিযোগ পাওয়া গিয়েছে।

জরীপের নামে তাদের মতলব জনগন বুঝতে পেরেছে তাই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন এ ব্যাপারে নিলর্জ্জ লুকোচুরি করছে। যৌথ জরিপের পর গতকাল পর্যন্ত কয়েকটি পয়েন্টে মোট ২৬১ একর জমিতে বাঁশের খুঁটি পুঁতে চিহ্নিত করে দেয়া হয়েছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশী কৃষকরা যে এলাকায় চাষাবাদ করত, যৌথ জরিপ শেষ করার পর যে এলাকায় বাঁশের খুঁটি বসানো হয়েছে, সে এলাকায় কৃষি কাজ করতে বিএসএফ এখন বাধা দিচ্ছে। মানে কি? আর কি কি দেওয়া হবে ভারত কে? জনগনকে একটা তালিকা দেওয়া দরকার তাহলে অন্তত আমাদের প্রতিদিন দুঃশ্চিন্তা করতে হয় না।

এলাকাবাসিকে সরকারের মদদে নানা ভয় ভিতি দেখানো হচ্ছে। কিন্তু ভারতের দালাল মিডিয়া গুলি মুখে কলুপ এটেছে যেন। আশা করছি ছোট দেশটাকে হায়নার কবল হতে মুক্ত করতে মিডিয়া সোচ্চার ভুমিকা পালন করবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.