নানান ব্যাসতোতার মধ্যে অনেক দিন যাবদ টক শো দেখা হয় নি। আজ কি যেন মনে করে টিভি দেখতে বসলাম আর তখনি আমার অনেক দিনের শখের এক রাজনিতিবিদের আলোচনা শুনলাম; তিনি হলেন আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাষ্টপতি, আসাধারন রোমান্টিক কবি, "লে জে হু ম এরশাদ "। অনেক এঞ্জয় করলাম। উনার মুখ থেকে অনেক সত্যি বাক্য এবং উনার অনেক ভুলের কথা স্বীকার করলেন। ভালো লাগলো।
কিন্তু অনেক, অনেক কিছুই স্পষ্ট করে বলতে পারেন নি। আবার অনেক প্রশ্নের উত্তর ও দিতে পারেন নি। যাই হোক, একটা টা জিনিস স্পস্ট এই যে, উনি অনেক না পাওয়ার বেদনায় এখনও কষ্ট পেয়ে আছেন। সবাই উনাকে ইউস করেসে এটা উনি স্বীকার করলেন।
যারা যারা আজ এই অনুষ্ঠান টা দেখছেন , তারা তো মনে হয় মহা খুশি।
আর যারা দেখেন নাই, ব্যাপার না; আর কিছুক্ষন পরই ফেসবুক, ব্লগ থেকে শুরু সব জায়গায় সবাই উনার আলোচনার চুল-চেরা বিশ্লেষণ করা শুরু করবেন। শুরু হয়ে যাবে এক পক্ষ, আরেক পক্ষ । ভালই তো হবে, অনেক মন্তব্য পরা যাবে। তবে এটা ঠিক উনি এখনও দেশের রাজনীতির ক্ষেত্রে একটা ভাইটাল ফ্যাক্টর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।