কিরে ছালু. এতো চুপচাপ বইসা বইসা কি ভাবতাছত.... কি আর ভাবমু চাচা ..........আমাগো পুলা পাইনেগো ভবিষ্যত তো খুবই আন্ধা.... :: ক্যান, আন্ধা ক্যান.. তোর কতার আগা-মাথা তো কিছুই বুঝলাম না--- :: চাচা, যহন বুঝবা তহন আর তুমি চুখে মুখে কিছুই দেখবা না...তোমার চারপাশে আলো আছে তারপরও তুমি পথ খুইজা পাইবা না। :: তুই দেহি আজকা ভাবের কতা কওয়া শুরু করলি...ব্যাপারটা কি.... :: ব্যাপার আর কি হইবো চাচা,,, কাগজে দেখলাম, ভারতে পিয়নের চাকরীর লেগা .. বড় বড় মানুষেরা লাইন ধরছে............. :: তাতে তোর সমস্যা কি.... হয়তো পিয়নের পোষ্টে কোন পুলা পাইন নিবে না.. তার জন্য .বড় বড় মানুষ লাইন ধরছে।। ::: না চাচা, তোমারে আর বুজান গেল না,,,,,,,, বড় বড় মানুষ হইল গিয়া বড় বড় পাশ দেওয়া মানুষ......... তারা নাকি পিয়নের চাকুরি করবো। :: ছালু, তুই এইসব কি কছ..... :: চাচা যা কইতাছি হাছাই কইতাছি,,,,, এহন যদি আমাগো দেশের বড় বড় পাশ দেয়া মানুষগুলো পিয়নের চাকুরির জন্য লাইন ধরে তাইলে তো আমাগো পুলা পাইন কই যাইবো....... ::: ছালুরে, আমি তো এহনিই আন্ধা দেখতাছি............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।