পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয় চারিদিক নিঃশব্দ নিঃশ্চুপ বাইরে এখন রাত্রি পাইনের গুচ্ছ সারি সারি। শহরীক ঢংগে গড়া ছোট্ট একটি বাংলো, তারই একটি কক্ষে আধো অন্ধকারাচ্ছন্ন হারিকেনের আলো। মখমলের চাদর, কারুকার্য খচিত টেবিল, একাগ্র মনে আমি লিখে চলেছি, প্রিয়তমা, তোমাকে ছেড়ে এমন নির্জনতায়, পাইনের বনের এই বাংলোয় আমি এখন একা। বাইরে হঠাৎ হঠাৎ পাতা বৃষ্টির শব্দে আমি শিহরিত। ডাইরীর পাতাগুলো যেন মাইল ফলক। বার বার জানান দিচ্ছে প্রিয়তমা... তোমার সান্নিধ্য থেকে অনেক দুরে আমি, শহরীক ঢংগে গড়া এই নির্জন বাংলোয় , আমি এখন একা বড্ড একা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।