আমাদের কথা খুঁজে নিন

   

বালি'কে লেখা চিঠি (মে, ১৩) --- সোনাই

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! বালি পাগলি, তুই অবশ্যই অনেক লক্ষী, অনেক ভাল... অনেক, অনেক, অনেক... ... তাই তো তোকে আমি এত ভালবাসি! কিন্তু তুই যে এমন রাগ করে চলে গেলি... এটা কি ঠিক হলো? আমি খারাপ কিছু বললে তুই আমাকে সেটা বল, তর্ক কর, ... দরকার হলে ঝগড়া কর...... তা না ফুস করে রাগ করে উঠে করে চলে গেলি..., আচ্ছা আমাকে কষ্ট দিয়ে তুই কি মজা পাচ্ছিস? তাহলে দে আরো যত ইচ্ছা আমার সাথে ঝামেলা কর, দেখ আমি কতটা সয্য করতে পারি! আমি না হই একটু অন্যায় করেছি ... তার কি কোন মাফ নেই? কোন এক্সপ্লানেশান নেই...?? কতবার ফোন করলাম তোকে, ধরলি না!! এবসেন্ট মাইন্ডে ড্রাইভ করতে যেয়ে আর একটু হলেই এক্সিডেন্ট করছিলাম ... আমাকে এভাবে ফেলে রেখে আর কখনও চলে যাবি না কিন্তু!! তাইলে কিন্তু মাইর খাবি আমার হাতে !! তোকে কাঁদতে দেখলে আমার যে কি কষ্ট লাগে!! আমার সামর্থ থাকলে তোর সব কষ্ট মুছে দিতাম! তাইতো যতটুকু সামর্থ আছে তা দিয়ে তোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি... তুই কষ্ট পাস না সোনা, তোর সোনাই সব সময় তোর পাশে আছে ... ... ... থাকবে! তোর সোনাই  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।