আমাদের কথা খুঁজে নিন

   

আদম (আ) ও হাওয়া (আ) কি গন্দম ফল খেয়েছিলেন?

অতএব কষ্টের সাথ সফলতা রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সফলতা রয়েছে, অতএব যখনই সময় পাও কঠোর পরিশ্রম কর। {আল-ইনশিরাহঃ৫-৭} আমাদের মধ্যে বহুল প্রচলিত কথা যে, আদম (আ) গন্দম গাছের ফল খেয়েছিলেন। কথাটি একেবারেই ভিত্তিহীন এবং তা কুরআন বা হাদীসের কোথাও নেই। আদম ও হাওয়া (আ)-কে আল্লাহ একটি বিশেষ বৃক্ষের নিকট গমন করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে তারা শয়তানের প্ররোচনায় এই বৃক্ষ থেকে ভক্ষণ করেন।

কুরআন ও হাদীসের বিভিন্ন স্থানে এ কথা বলা হয়ছে। কিন্তু এই বৃক্ষ বা ফলের নাম কোথাও বলা হয়নি। পরবর্তী যুগে মুফাসসিরগন বিভিন্ন গাছের নাম বলেছেন। ঈহূদীদের মধ্যে প্রচলিত ছিল যে, আদম (আ) গন্দম, অর্থাৎ গম গাছের ফল ভক্ষণ করেন! কিন্তু কেউ বলেছেন আঙুর, কেউ বলেছেন খেজুর, কেউ বলেছেন তীন, কেউ বলেছেন সরিষা ইত্যাদি । এছারাও আমাদের দেশের কাসাসুল আম্বিয়া ও এই জাতীয় গ্রন্থে গন্দম ফল নিয়ে অনেক বানোয়াট কথা পাওয়া যায়।

“ইমামুল আল্লামা আবূ জাফার ইবন জারীর (র) বলেনঃ সঠিক কথা এই আল্লাহ তা’আলা আদম ও হাওয়া (আ)- কে জান্নাতের নির্দিষ্ট একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন এবং উহারা তাহা খেয়েছিলেন। সেইটি কোন গাছ তাহা জানিনা। কারন আল্লাহ কুরআনে ও তাহা উল্লেখ করেননি। অবশ্য কেউ বলেছেন আঙুর, কেউ বলেছেন খেজুর, কেউ বলেছেন তীন গাছ ইত্যাদি। উহার যে কোন একটি হতেও পারে।

উহা না জানিলে আমাদের তেমন কোন ক্ষতি হয়না। আল্লাহই সর্বজ্ঞ”। (তাফসীরে ইবনে কাছীর) তাই আমাদের গাছের নাম নিয়ে বারাবারি করাটা উচিত হবেনা। বরং কোরআনে বর্ণিত ঘটনা থেকে শিক্ষা গ্রহন করা উচিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।