আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল বন্ধ

এর ফলে শনিবার রাত থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও বেনাপোল থেকে ঢাকাগামী বেশিরভাগ পরিবহনের বাস ছাড়েনি।
তবে, রোববার সকালে দুয়েকটি পরিবহনের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সোহাগ পরিবহন ও এ কে ট্রাভেলসের শ্রমিকদের প্রতিদিনের খোরাকি ভাতা না বাড়ানোর অভিযোগে রাতে বাস কাউন্টারগুলোতে তালা লাগিয়ে দেয় শ্রমিকরা।
পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক মাস আগে মালিকদের সঙ্গে শ্রমিকদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ১৫ জুলাই থেকে তাদের প্রতিদিনের খোরাকি ভাতা বাড়ানো হবে।
কিন্তু সোহাগ পরিবহন ও এ কে ট্রাভেলস তা কার্যকর করেনি।


এ কারণে আজ [শনিবার] রাত ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে মালিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
তবে, আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি পবিত্র কাপুড়িয়া বলেন, শ্রমিকরা কোনো অভিযোগ না করেই সন্ত্রাসী কায়দায় খুলনা ও যশোরের বাস কাউন্টারগুলো বন্ধ করে দিয়েছে। এ কারণে বাস চলাচল করছে না।
সোহাগ পরিবহন ও এ কে ট্রাভেলস কর্তৃপক্ষ অল্প করে খোরাকি ভাতা বৃদ্ধি করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধিকে ঈগল পরিবহনের ম্যানেজার এম আর রহমান রাসু জানান, রোববার সকাল থেকে বেনাপোল ও সাতক্ষীরা থেকে তাদের কোনো বাস ছাড়েনি।


এদিকে সাতক্ষীরা এক্সপ্রেসের বাগআচড়া কাউন্টারের কর্মচারী জামান বলেন, সকাল সাড়ে ৯টায় তাদের এবং এম আর পরিবহনের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
তবে, আর কোনো পরিবহনের বাস ছাড়েনি বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।