আমি এই আমাকে খুঁজে ফিরি সবার মাঝে………………….. তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য সেটাকেই পছন্দ করে যা সে নিজের জন্য ভালো মনে করে। আল-হাদিস আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ সবই বিশ্ব-পালনকর্তা আল্লাহ’র জন্য। (সূরা আল-আনআমঃ১৬২) আল্লাহ তা’আলা সমস্ত আ’মালের মধ্যে শুধু সেই আ’মালকেই কবুল করেন যা একনিষ্ঠভাবে শুধু তাঁরই জন্য করা হয় এবং তাতে শুধুমাত্র তাঁর সন্তুষ্টি তালাশই উদ্দেশ্য হয়। (নাসাঈ) এক বুজুর্গ বাক্তিকে কেউ জিজ্ঞাসা করলো, ইখলাস এর তো অনেক বর্ণনা শুনি কিন্তু ব্যাপারটির কোন বাস্তব উদহারন দিলে বুঝতে সহজ হতো। তিনি বললেন যে, দেখ ভাই যখন কোন রাখাল কোন জনমানব শূন্য প্রান্তরে মেশপালগুলোকে পাশে রেখে নামাজ পড়ে তখন তার মনে কখনও এ চিন্তা আসে না যে এইসব ভেড়ার দল আমাকে মস্ত বড় নামাজী বলছে। তেমনি যখন তুমি কোন নেক আমল করো তখন তুমি এই সকল মানুষের প্রশংসার আকাঙ্ক্ষী হবে না। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহী কবুল করো আমার বন্দেগী।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।