সিম্পল প্লান, সিম্পল লাইফ। গতকাল রাতে টিভি দেখার সময় চ্যানেল ঘুরাতে ঘুরাতে হটাৎ চ্যানেল আই এ চলে আসি আর টিভি পর্দায় লাস্যময়ী ললনাদের দেখতেই মনে পড়ে আজ তো "চামড়া প্রদর্শন প্রতিযোগিতা"র চুড়ান্ত পর্ব। এই খবর ও কয়েক দিন আগে ব্লগে একটি পোস্ট পড়ে জানতে পারি। যাই হোক আমি এসব চামড়া প্রদর্শন প্রতিযোগিতা একদম ই দেখি না। তবে গত রাতে যখন চ্যানেল আই এর এর পর্দায় চলে এসেছিলাম তখন দেখলাম বিচারকেরা মডেলদের কিছু সাধারন জ্ঞান এর প্রশ্ন করছেন।
তাই আগ্রহ নিয়ে প্রশ্ন গুলো শুনছিলাম। আমাদের হাই সোসাইটি তে বেড়ে ওঠা আর ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রাইভেট ভার্সিটি তে পড়া মডেল দের সাধারন জ্ঞান যে এতো অসাধারন তা গত রাতে চ্যানেল আই না দেখলে বুঝতাম না। নিচে কত গু্লো নমুনা দিলাম।
-----------------------------------------------------------------------
নোবেল এর প্রশ্ন ঃ বাংলাদেশের প্রথম বিমান সংস্থা এর নাম কি?
মডেল (নাম জানি না) এর উত্তরঃ প্রথমে বলল "বাংলাদেশ এয়ারলাইন্স" (এই যে আপু বাংলাদেশ এয়ারলাইন্স নামকরন হয়েছে মাত্র বছর খানেক আগে) পড়ে যা বলল তাতে আমি হাসব না কাঁদব? তার উত্তর ছিল " বাংলাদেশ বিমান বন্দর"
উত্তর শুনে ওই মডেল কে খুশি করার জন্যই হয়ত নোবেল বললেন ঃ "তোমার উত্তর অনেকটাই সঠিক হয়েছে"
দ্বিতীয় প্রশ্নটি ছিল ঃ বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
এটা সম্ভবত তানিয়া আহেমদ অন্য এক মডেল কে করেছিলেন।
মডেল এর উত্তর"গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ 'সরকার"
ভাই ও বোনেরা দেখলেন তো আমাদের টপ মডেল রা কতটা জ্ঞানী আর দরদি?
এক জন বিমান সংস্থা কে একটি বন্দর দান করলেন।
আর একজন তো বাংলাদেশ কে একটা অনির্বাচিত সরকার ই দিয়ে দিলেন। এটাকে ইস্যু করে সরকার দল না বিরোধী দল রাজপথ কাঁপাবে তা এখনো জানা যায় নি।
ঘতনা কিন্তু শেষ না।
নোবেল এর প্রশ্ন আরেক মডেল এর কাছেঃ"কোন বিখ্যাত বেক্তির নামে নোবেল পুরস্কার প্রচলিত? "
এই প্রশ্ন শুনে মডেল টা কি বলল জানেন?
মডেল এর উত্তরঃ "টু টাফ "
ভাইরে এর চাইতে সহজ প্রশ্ন আর কি হতে পারে? কিন্তু আমাদের মডেল আপারা অসাধারন জ্ঞান পড়তে পড়তে সাধারন জ্ঞান যে কবেই বাথরুম এর সেপটিক ট্যাঙ্ক এ খালাস করে দিয়েছেন টা মনে হয় বিচারক্রা জানতেন না।
ঘটনা এখনো বাকি।
চতুর্থ প্রশ্ন এবং বিশেষ করে তার উত্তর পড়ার আগে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিন।
এবার পড়ুন
কানিজ আলমাস এর প্রশ্ন ঃ ৮ ই ফাল্গুন দিন টি আমরা কোন দিবস হিসেবে পালন করি?
এই প্রশ্নের কোন উত্তর ই দিতে পারল না মডেল টি।
এই প্রশ্নের বেপারে প্রথম কথা হচ্ছে বর্তমান বাংলা দিন পজিকা অনুযায়ী ৯ ই ফাল্গুন হচ্ছে আন্তরজাতিক মাতৃভাষা তথা শোক দিবস তথা শহিদ দিবস। যদিও কলকাতার পঞ্জিকা অনুযায়ী ৮ ফাল্গুন হচ্ছে ২১শে ফেব্রুয়ারি।
যে মডেল কে প্রশ্ন করা হয় সে যখন এই প্রশ্নের উত্তর দিতে পারল না তখন লজ্জায় আমার মাথাটা মাটিতে মিশে গিয়েছিল।
এই হচ্ছে আমাদের দেশের তরুন প্রজন্ম!
যারা hugo-boss আর CK ব্র্যান্ড কোন মডেল আর তারকা ব্যাবহার করে সেটা জানে অথচ ৮ অথবা ৯ ফাল্গুন আমরা কি পালন করি সেটা জানে না।
একমাত্র আল্লাহ পাক জানেন এরকম তথাকথিত স্মার্ট মেয়েগুলো যে কবে ঠিক হবে ।
তবে তাঁদের অসাধারন জ্ঞান দেখে তাঁদের প্রতি সত্যি মায়া হচ্ছিল। মনে হচ্ছিল এরা বাবার টাকার জোরে পড়াশুনা করছে। আর কিছু বলার নেই, এই মহাজ্ঞানীরা যেন চামড়া প্রদর্শনের পাশাপাশি কিছুটা পরাশুনাও করেন এটাই কাম্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।