স্বপ্নেরা রংধনু হয়ে উড়ে বেড়ায় অজানা ঠিকানায়... সকাল সাড়ে ৬টায় বেরোতে হয়েছে আজ আমাকে। স্যারের বাসায় পড়া আছে। তাই তাড়াহুড়া। আমি রেডি হয়ে টেবিলে যেয়ে দেখি আম্মু নাস্তা সাজিয়ে রেখে হাটতে চলে গেছে। নাস্তা করলাম।
আম্মু আমাকে বিদায় করে সাধারনত হাটতে যায়। আজকে আগেই চলে গেল। আব্বু হাটা থেকে একটু তাড়াতাড়ি ফিরে আসলে আমি বের হওয়ার আগেই দেখা হয়। মোট কথা আমি বাসা থেকে বের হওয়ার সময় আব্বু-আম্মু কেউ না কেউ বাসায় থাকে। যাওয়ার বেলায় "আম্মু আসি/আব্বু আসি" বলাটা মহা অভ্যাসে পরিনত হয়েছে।
আজ বের হওয়ার সময় ও মুখ ফসকে বলে ফেললাম। মুহূর্তে মনে পড়ল,বাসায় কেউ নেই। মনটা খারাপ হয়ে গেল। আজকে কাউকে বলা হলনা,ভাবতে ভাবতে রাস্তায় নামলাম। বাসার সামনে দাঁড়ায় আছি টেম্পো করে মাইন রোডে যাব বলে।
ওখানে নেমে রিক্সা নিব। হঠাৎ দেখি আব্বু এসে দাড়াল আমার পাশে। ২/১টা কথা বলতে বলতে টেম্পো একটা এল। আব্বুকে "গেলাম"বলে ঐটাতে উঠে চলে এলাম। মন হালকা ভাল হয়ে গেল।
এরপর মেইরোডে এসে নেমে রিকশা ভাড়া করছি,দেখি আম্মু ডাকতেছে পাশ থেকে!! সে এসেছে সবজী কিনতে। আমিতো তারে জড়ায় ধরেই ফেললাম। কি জে আনন্দ লাগল তখন। নিজেকে সামলে তাকেও "আসি" বলে রিকসায় উঠে বসলাম। মুখে আমার দুনিয়া সমান আনন্দ রেখা তখন।
কি অদ্ভূত,না? বিধাতা প্রতি মুহূর্তে বোধহয় এভাবেই আমাদের বাচিয়ে রাখছেন?! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।