আমাদের কথা খুঁজে নিন

   

শপথ নিলেন নতুন চার মেয়র

শপথ নিলেন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নতুন চার মেয়র। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান।
এই নতুন চার মেয়র হলেন রাজশাহীতে মোসাদ্দেক হোসেন, খুলনায় মো. মনিরুজ্জামান, বরিশালে আহসান হাবিব ও সিলেটে আরিফুল হক চৌধুরী।
গত ১৫ জুন এই চার সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত এই চারজন মেয়র নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত এবং নিজ নিজ সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মো. শহীদ খান।
অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ হাসিনার তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।