আমাদের কথা খুঁজে নিন

   

এত মিষ্টি লইয়া আমি কী করিব :প্রসঙ্গ এইচ.এস.সি ফলাফল

লেখালেখি অনেক কঠিন কাজ তাই শুধু পড়ি। আজ দুপুরে এইচ.এস.সি. পরীক্ষার রেজাল্ট দিবে।কয়েক জন ছোট ভাই আর নিয়তীর ফাঁদে পড়ে জুনিয়র হয়ে যাওয়া কিছু বন্ধু এই বার পরীক্ষা দিছে...তো তারা যেই হারে মিষ্টির প্রতিশুতি দিয়ে দোয়া চাইলো তাতে সন্ধ্যা নাগাদ কম করে হলেও ১২ কেজি মিষ্টি বাসায় আসার কথা ... কিন্তু ঘটনা হইলো এক সাথে এতগুলো মিষ্টি খাইলেতো আমার অবস্থা টাইট হয়ে যাবে তাই ফ্রিজের ডিপ চেম্বার খালি করে রাখছি যত মিষ্টি আসুক আর চিন্তা নাই ।তারপরেও কিছু কথা,স্বাভাবিক ভাবে এতগুলো মিষ্টি খাইতে যতদিন লাগবে ততদিনে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যেতে পারে তাই ডিসিশান লইলাম খাওয়ার পর অবশিষ্ট মিষ্টি গুলো বিক্রি করে দিব পাইকারী রেটে দিমু যাদের লাগবে লাইনে খারান...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।