আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করুন

অনেক সময় কম্পিউটারে একসঙ্গে অনেকগুলো ফোল্ডার তৈরি করতে হয়। উইন্ডোজ ব্যবহারকারীরা চাইলে এক ক্লিকেই একাধিক ফোল্ডার তৈরি করতে পারেন। এ জন্য মাউসের বাঁ ক্লিক দিয়ে New/Text document অপশনে গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের কোডটি নোটপ্যাডে লিখুন— MD MAKA Sohel Rabbi Rokon Tithi Bonni Eati Azad moshiour sihab obhi (এগুলো ফোল্ডারের নাম)। এরপর File/save as- অপশন থেকে নোটপ্যাডটি Create folder.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Create folder নামে একটি আলাদা ফাইল তৈরি হয়েছে।

এই ফাইলে ক্লিক করলেই একসঙ্গে ১০টি ফোল্ডার তৈরি হয়ে যাবে। লক্ষ করুন, নোটপ্যাডের কোডে আপনি যে নামগুলো দিয়েছেন, সে নামেই ফোল্ডার তৈরি হয়েছে। ফোল্ডারগুলো ডেস্কটপেই তৈরি হবে। এগুলো অন্য জায়গায়ও নিয়ে যাওয়া যাবে। ইচ্ছে করলে আপনি নিজের পছন্দমতো নাম নোটপ্যাডে স্পেস দিয়ে লিখে যত খুশি তত ফোল্ডার বানাতে পারবেন।

তবে MD লেখাটি পাল্টানো যাবে না। — সুত্র: (MAKA 25.07.2011) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।