আমাদের কথা খুঁজে নিন

   

সোনাই'কে লেখা চিঠি (মে ১১) --- বালি

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই সোনা, তুই আজ অসাধারন একটা দিন আমাকে দিয়েছিস ! তোকে যে কি বলে ধন্যবাদ দিব...... জীবনটা আসলেই অনেক সুন্দর রে! তোর সাথে দেখা না হলে জীবনটা যে এত্ত সুন্দর সেটা অজানাই থেকে যেত। তোর যত কাছে আসছি...ততই তোকে আর বেশি ভালবাসছি...। তোর প্রতি আমার শুরু থেকেই একটা respect ছিল...আজ তোর জীবনের গল্প শুনে সেটা আরও বেড়ে গেছে। । সত্যি আমি আজ অন্যরকম এক সোনাই আবিষ্কার করলাম।

আচ্ছা বলতো সোনাই, তুই সব সময় আমার সোনাই হয়েই থাকবি তো??? এবার serious কথা শোন!! কাল থেকে তুই আমাকে একটু শাসন করবি, বুঝলি!! আমি পাগলামি করতে চাইলেও পাত্তা দিবি না। এখন খুব মন দিয়ে পড়াশুনা করতে হবে আমার। তোর কাছে আসলে আমার কিছুই মনে থাকে না। আমাকে যেহেতু ভালবাসিস তাই শাসনও করতে হবে তোকেই ... শোন, আমি কাল বৃষ্টিতে ভিজিনি, তুই মানা করেছিস তাই। দেখছিস? আমি কত ভালো, কত লক্ষ্মী... তোর সব কথা শুনি।

আর তুই.................. !!! আর শোন, ফালতু কথা বলবি না, আমি কি সব কপি-পেস্ট মারি??? সুন্দর সুন্দর জিনিস তোকে খুঁজে দেয় ...তাতেও দোষ!!! দেখ কত সুন্দর একটা গান তোকে দিলাম ... ... ... ক'দিন আগে এমন হলে, কতদিন আরও বেশি পেতাম, আরও আকাশ আরও বাতাস লিখে দিত তোমারই নাম...। শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত বল ভালো আছ তো............... http://www.youtube.com/watch?v=fvs9A2LPOtw তোর লক্ষ্মী বালি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।