আমাদের কথা খুঁজে নিন

   

must read it

www.somewhereinblog.net/blog/ topu113 চিত্র ১: “সামনের মাস থেকে বাসা ছেড়ে দিবেন”- বাড়ীওয়ালীর হুমকি ভাড়াটিয়ার প্রতি। কারন হিসাবে শ্যালক কেন দুই মাসের জায়গায় ছয় মাস ভাড়াটিয়ার বাসায় অবস্থান করছে। চিত্র ১: ”খালু পানি একটু বেশী করে ছাড়ুন, প্রতিদিন এত কম করে পানি দিলে চলবে কি করে?-ভাড়াটিয়ার আবদার বাড়ীওয়ালার প্রতি। না পোষালে বাসা ছেড়ে দিন, আপনারা বাসা ছেড়ে দিলে আমি আরো বেশী টাকায় বাসা ভাড়া দিতে পারবো- বাড়ীওয়ালার নির্বিকার উত্তর। প্রথম ঘটনাটি আমাদের নিচ তলার ভাড়াটিয়া ভদ্রলোকের যিনি একজন সরকারী ব্যাংকার, স্ত্রি স্কুল টিচার।

ছোট্র একটি শিশু প্রথম শ্রেনিতে পড়ে। সাথে কাজের লোক। শ্যালক সম্ভবত প্রাইভেট ইউনিভারসিটিতে পড়ে। বাজার খরচ ভাড়াটিয়া ভদ্রলোকের, বিদ্যুত বিল দেয় ভাড়াটিয়া ভদ্রলোক, গ্যাসের বিল দেয় ভাড়াটিয়া ভদ্রলোক, পানির বিল দেয় ৫০০ টাকা যা অবশ্যই অতিরিক্ত। ছয় মাস হল বাসা চেন্জ করে এসেছেন, আবার তাকে নতুন বাসা খুজে শিফট করতে হবে? পড়ের ঘটনাটা আমার নিজের অন্য এক জায়গায়।

এভাবে প্রতিনিয়ত নানা অযুহাতে ভাড়াটিয়াকে নাজেহাল হতে হচ্ছে বাড়ীওয়ালা নামক সামান্তবাদ জমিদারদের (চিটাগাং এ বাড়ীওয়ালাকে জমিদার নামেই ডাকে) হাতে। কোন ধরনের আইনের প্রয়োগ, সেমিনারি, সিম্পোজিয়াম নাই আমাদের পকখে। শুধু অপমান, লান্ছনা, প্রতিনিয়ত বয়ে চলেছি আমরা। অথচ ঢাকা শহরের ৬০% বাসিন্দারাই হল ভাড়টিয়ারা। সত্যই সেলুকাশ কি বিচিত্র এই দেশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।