আচ্ছা কে এই সোনিয়া গান্ধী যাকে স্বাগত জানাতে সরকারের চার-চারজন মন্ত্রী বিমানবন্দরে হাজির হয়ে যান? তিনি কি রাষ্ট্রীয় সফরে এসেছেন? আমাদের প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছেন তখন কতজন ভারতীয় মন্ত্রী এসেছিলেন তাকে স্বাগত জানাতে? ভুলে গেলে চলবেনা রাষ্ট্রীয় প্রটোকল বলে একটা কথা আছে, সোনিয়া গান্ধী ক্ষমতাসীন দলের প্রধান, রাষ্ট্রপ্রধান নন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী। ভারতের ক্ষমতাশীল জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স—ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। এ সময় বিমানবন্দরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ব্যক্তিগতভাবে আমি সোনিয়া গান্ধিকে শ্রদ্ধা করি। উনি চাইলেই হতে পারতেন প্রধানমন্ত্রী, কিংবা উনার ছেলেও চাইলে হতে পারতেন রাষ্ট্রক্ষমতার অংশীদার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে দেওয়া হচ্ছে ‘বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা’ (মরণোত্তর) পদক। আর এই পদক গ্রহন করার জন্য সবচে যোগ্য ব্যক্তিটিকে আমন্ত্রন জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।