শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আজ আমি একটি কিংবদন্তির কথা বলব আজ আমি চির নিদ্রায় শায়িত তারকা শিল্পি স্বরনে গভীর শোকে কাত্তর হয়ে কথা বলব আজ আমি একটি সাধারন মানুষের কথা বলব আজ আমি একটি অসাধারন মানুষের কথা বলব যে মানুষ এই সোনার বাংলাদেশে আর একটা হবেনা যেমন বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়।যে কিনা নায়ক থেকে প্রযোজক আবার প্রযোজক থেকে পরিচালক সে নিজেই একাই একশ ছিলেন যার সাথে জড়িত ছিলো অনেক মানুশের রিজিক সেই রিজিক নষ্ট করেছে তাও কিনা একটা ডাকতার ডাকতার নাকি মানুষের জীবন বাঁচায় আবার সেই ডাকতারই আযরাইল হয়ে মানুষের জীবন কেঁড়ে নেয় তাও কিনা কিছু অর্থের বিনিময়ে হায়রে টাকা তাইতো মনির খাঁন গেয়ে ওঠে এ পৃথিবী টাকার গোলাম৳যে ব্যাক্তি কিনা তার কাজের মাঝে ফুটিয়ে তুলতো এই ঘুনে ধরা সমাজের যত অনায় যত অবিচার তার কাজের মাঝে তুলে ধরতো। একটি নিদারুন খবরে আকাশ ভেঙ্গে পড়ল চলচিত্র নিরমাতা কলকৌশলী এবং মান্না ভক্তদের মাথায় মাত্র চুয়াল্লিশ বৎসর বয়সে এ কেমন চলে যাওয়া আমাদের সবার প্রিয় চলচিত্র নায়ক মান্নার কেন জানিনা এমন বিদায় যেন মেনে নিতে চায়না কারো মন চলচিত্র নিমাতা শিল্পি কোশলী স্তী শেলি একমাত্র সন্তান ইলতিবাজকে এতিম করে জন্মস্থান টাঙ্গাইলের কইতলা গ্রামে মাটিতে চিরশায়িত আছেন আমাদের সবার প্রিয় নায়ক মান্না ০১-০১-১৯৬৪ সালে পহেলা জানুয়ারি জন্ম গ্রহন করা টাঙ্গাইলে কইতলা গ্রামের একটি সাধারন ছেলে ঢাকায় এসে এফ.ডি.সির নতুন মুখের সন্ধানে নির্বাচিত হয়ে ১৯৮৫ সালে শুরু করলো তার চলচিত্র যাত্রা সেই থেকে প্রায় ৩০০ ছবির নায়ক মান্না শুধু চলচিত্র তারকা ছিলেন না চলচিত্রের দূর্সময় গুলোকে বলিস্ট ভাবে প্রতিহত করতে এগিয়ে এসেছেন সবসময় শিল্পি সমিতির সাধারন সম্পাদক হিসেবে অশ্লীল চলচিত্রের বিরুদ্বে রুখে দাড়িয়েছেন মান্না আজ যেন তার সংগ্রাম সফল হতে চলেছে। একজন সাধারন মানুষের নাম মান্না একজন অসাধারন চলচিত্র তারকা নায়ক মান্না একজন সফল প্রযোজক এর নাম মান্না একজন চলচিত্র সেবি সংগ্রামী কর্মীর নাম মান্না আমাদের চলচিত্রের আকাশে অম্লান এক তারকার নাম মান্না নায়ক মান্নাকে হারানোর ব্যাথা আমরা ভুলত পারবোনা মান্না আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলেগেছে কিন্তু রেখে গেছে তার বিশাল সৃষ্টি এই অভিনয় সৃষ্টি মাঝেই আমরা খুজে নেবো আমাদের প্রিয় ভাই নায়ক মান্নাকে। মান্না কী? আর্ধ্যাতিক ভাবে তার চির বিদায়ের ঘন্টার ধনি বুঝতে পেরেছিলেন মান্না কী? তার চিরবিদায় বুঝতে পেরেই তার প্রযোজিত অভিনিত গান জেম্সকে দিয়ে গায়িয়ে ছিলেন। আসবার কালে আসলাম একা যাইবার কালে যাবো একা মাঝেমাঝে মনরে বলি চক্ষু মেইলা কি দেখলাম। একবুক ভাঙ্গা আগাম বিদায় আলামত গুলো মান্নার চিরবিদায়কে যেন আমাদের সবার কাছে আরো নিদারুন শুকাবহ করে রেখে গেল মান্না আমাদের প্রিয় নায়ক মান্না তার প্রতি গভীর শ্রদ্বায় বলছি বাংলাদেশ চলচিত্র কোনদিন তাকে ভুলবেনা ভুলা যাবেনা তার অবদানের কথা আমরা সবাই নায়ক মান্নার বিদেহী আত্নার শান্তি কামনা করছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।