আমাদের কথা খুঁজে নিন

   

এতো সস্তার ভিড়ে কেন..... বুকটা খাঁ খাঁ করে ???

আশাবাদি,সমাজসচেতন এবং দেশপ্রেমিক অগোছালো একটি লেখা শুরু করছি। গত কয়েকসপ্তাহে ফেসবুকে,ব্লগসাইটগুলোতে ছিল পরিমল+ ভিকারুন্নিসা প্রসংগ আর গত দুইতিন দিন ধরে এর সাথে নতুন করে যোগ হয়েছে রাস্ট্রপতির ক্ষমা প্রসংগ। এর সাথে আবার ফেসবুকের হোম পেইজে দেখছি কিছু ভোট ভিক্ষা চলছে। উদ্দেশ্য বন্ধুকে বিশেষ কন্টেস্টে বিজয়ী করা। কি মর্মস্পর্শী আবেদন গুলোই না করছেন প্রত্যেকে তাদের পরিচিতজনকে বিজয়ী করতে।

দেশে এখন সব সস্তা । খুন করে ক্ষমা পাওয়া সস্তা,ভোট সস্তা, প্রতিভা সস্তা ইত্যাদি ইত্যাদি। আসুন দেশের নব্য এবং পুর্ব প্রচলিত সস্তা বিষয় গুলোর দিকে একটু চোখ বুলিয়ে নেই। খুন আর ধর্ষন এখন খুব সস্তা। হবেই না কেন।

খুন করুন যত ইচ্ছা তত। মহামান্য রাস্ট্রপতি তো আছেনই। মাফ পেয়ে যাবেন। (**শর্ত প্রযোজ্য) । আর ধর্ষন? চিন্তা কি Mutual Sex বলে চালিয়ে দেবেন।

পরিমল বেচারা অবশ্য এই অজুহাতে বাচতে পারে নি। তাতে কি হয়েছে। আপনার চেষ্টা করতে দোষ কি? পরিমলের কি কপাল দেখেছেন। তাকে নিয়ে ফেসবুকে,ব্লগসাইটগুলোতে যে পরিমান লেখালেখি হয়েছে সেগুলো এক করলে তো একটা এনসাইক্লোপিডিয়া পরিমান হয়ে যাবে। এটাই প্রমান করে এখন লেখালেখিও সস্তা।

তাই তো আমিও লিখছি…. পকেটের টাকা খরচ করে কেউ লেখে নাকি? তাই মহামান্য রাস্ট্রপতিকে বলছি, বিপ্লবকে ক্ষমা করে আপনি বার কলা পুর্ন করেছেন ,এইবার পরিমলকে ক্ষমা করে ষোলকলা পুর্ন করুন। আসেন একটু পেছনে ফিরে যাই। ভোট দিয়ে প্রতিভা বাছাই শুরু হয় close up 1 দিয়ে। উদ্দেশ্য সংগীত প্রতিভা বের করা। এর পর থেকে কত যে এরকম realityshow/contest হয়েছে তার হিসেব নেই।

এসবের প্রতিটিতেই যারা বিজয়ী হয়েছে তাদের কাউকেই তেমন যোগ্য মনে হয়নি। মিউজিক ,মডেলিং,অভিনয় সবই এখন সস্তা। তা ভাই contest এ ভোট দিয়ে টাকা খরচ করবো কেন? Sms তো আর free করা যায় না। এই সমস্যা সমাধানে চালু হল ফেসবুকে “ like” দিয়ে ভোট। সবই যখন সস্তা ফটোগ্রাফি কেন এতে যোগ হবে না? কয়েকদিন পর তো দেখা যাবে মোবাইল ফোনের মত হাতে হাতে, গলায় গলায় DSLR ঝুলছে।

তা এতো ফটোগ্রাফারের একটা ব্যাবস্থা করতে হবে না,তাই এগিয়ে এল কিছু মহতি প্রতিষ্ঠান। শুরু হয়ে গেল সেরা ফটোগ্রাফার নির্বাচন প্রতিযোগিতা, আর শুরু হয়ে গেল ভোট ভিক্ষা। আমি ভাই ফটোগ্রাফির তেমন কোন মহাপন্ডিত নই। National Geographic Channel এ “Cameramen who dare” নামে একটা series দেখেছিলাম কয়েকদিন আগে। সেখানে দেখেছি একটা ছবি তুলতে অইসব ফটোগ্রাফাররা কি না করেন।

প্রত্যেকেই ১০-২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। তারা কোন contest থেকে বিজয়ী হয়ে এসেছিলেন জানতে খুব ইচ্ছা হচ্ছিল। Music, acting, modeling এ সবকিছুই এক একটি আর্ট কোন সন্দেহ নেই। এ দেশে এগুলো এখন সবই সস্তা। টাকা থাকলেই গানের অ্যালবাম বের করা যায়।

autotuner দিয়ে যে কেউ কাককন্ঠী থেকে কোকিলকন্ঠী হতে পারবেন, আর স্বামীর একটা চ্যানেল থাকলে তো কথাই নেই। এ দেশে actor আর model এই শব্দ দুটির মাঝে কোন পার্থক্য নেই। modeling থেকে হরহামেশাই acting এ চলে আসছেন আমাদের স্বনামধন্ন্য মডেলরা। কি শর্ত পুরন করে দেশের তথাকথিত আধুনিকা নারীগন modeling আর acting এ আসছেন তা আজ সবার ই জানা। আর পাইপলাইন হিসেবে “model hunt reality show” গুলো তো আছেই।

সবটাই আজকাল খুব সস্তা। (**শর্ত প্রযোজ্য) । কোন কোন model তো আবার acting করেই থেমে থাকেন নি। mixed album এ গানও বের করেছেন। আমরাও আশা করছি শখ,সারিকা এদের কোন ভিডিওর পরিবর্তে সামনের ঈদে বাজারে আসুক ফুয়াদ featuring সখ বা হাবিব featuring সারিকা এইধরনের কোন অ্যালবাম।

এতে দেশের সংগীত যেমন সমৃদ্ধ হবে তেমনি যুব সমাজ নৈতিক অবক্ষয় থেকে বাচবে। আবার singer রা বসে থাকবেন কেন। তারাও acting শুরু করে দিয়েছেন। খালি একটাই আফসোস এ দেশে আর কখনো রুনা লায়লা,সাবিনা ইয়াসমিন বা সুবর্না মুস্তফার জন্ম হবে না। তাই ফটোগ্রাফি কেন সস্তা হবে না? যারা এখনো শুরু করেননি তাড়াতাড়ি শুরু করুন।

পরে পস্তাবেন। সংবিধান এখন এতোটাই সস্তা যে তাকে যখন ইচ্ছা ছুড়ে ফেলা যাবে,ডাস্টবিনে ফেলে দেয়া যাবে। এই চিন্তায় প্রধানমন্ত্রির তো ঘুম হারাম। যেখানেই যাচ্ছেন সেখানেই তার মুখে একটাই কথা। আমি ছোট মুখে তাকে একটা বড় পরামর্শ দিতে চাই।

আপনি বিরোধিদলীয় নেত্রীর সাথে একটা সমঝোতায় আসতে পারেন। তাকে বলে দেন তিনি কখন সংবিধান ছুড়ে মারবেন তা আগে থেকে আপনাকে জানাতে। আপনি গিয়ে তার বাসার নিচে দাঁড়িয়ে থাকুন। ছুড়ে ফেলা মাত্রই ধরে ফেলুন। এর দ্বারা বাংলাদেশি ফিল্ডারদের আপনি শেখাতে পারবেন কিভাবে ক্যাচ ধরতে হয়।

এতে এক ঢিলে দুই পাখি মারতে পারবেন । ( অতি দামি পরামর্শ …. ) একটা দেশের সবকিছু কি সস্তা হতে পারে??? না, কখনই না। এগিয়ে এলেন ব্যবসায়ীরা। তাদের মহতী উদ্যোগে আজ দেশের নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই এখন দামি। অভিনন্দন আমাদের দেশের ব্যবসায়ীদের কে।

অভিনন্দন আমাদের সরকারকে, ব্যবসায়ীদের এ মহৎ কর্মকে সমর্থন দানের জন্য। সবশেষে একটা জোকস বলে লেখাটা শেষ করছিঃ “একটা নৌকাতে চড়ে শেখ হাসিনা,খালেদা জিয়া,সাহারা খাতুন,সাকা চৌধুরী এরশাদ,নিজামি,”যুবরাজ তারেক” এবং “প্রিন্স জয়” নৌকা ভ্রমনে বের হয়েছেন। মাঝ নদীতে পৌছার পর নৌকাটা ডুবে গেল। বলুন তো কে বেচে যাবে? উত্তরঃ আমাদের দেশ। “ ((( ইয়া আল্লাহ আমাদের এই দেশকে তুমি বাঁচাও।

আমিন ))) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।