"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে", "এ্যান্টি ব্লগারদের ঘৃণা করুন", "দাঁতভাঙ্গা জবাব দেন", "অশ্লীল মন্তব্যকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন", "প্রয়োজনে তাদেরকে ব্লক করুন" বি এন পি সাবধান !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বি এন পি নেতা নূরুল ইসলাম বাবুল এর হত্যাকারী আসামী বিপ্লব কে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা করে দেয়ার বিষয়টি বি এন পি' র বিরুদ্ধে সাংঘাতিক রকমের রাজনৈতিক খেলা হতে পারে বলে আমি ধারনা করছি !!!!!!!!!!!!!!!!!!!!!!! এটি সবাই জানে যে, তারেক রহমান কে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামী বানানোর চেষ্টা করা হচ্ছে। যদি তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারে, তাহলে তারেক রহমানকে ফাঁসির দন্ডে দন্ডিত করা হবে। আর বি এন পি যতই আন্দোলন, হরতাল করুক না কেন, তারেক রহমান কে মৃত্যুদন্ড হতে রক্ষা করতে পারবে না। সেই ক্ষেত্রে একমাত্র বাঁচার উপায় হলো রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা। খালেদা জিয়া যেহেতু একজন মা, তাই তারেক রহমান কে বাঁচানোর জন্য যে রাষ্ট্রপতির কাছে এর জন্য ক্ষমা চাইবেননা এর গ্যারান্টি ই-বা কি ???????????????? আর একটি কথা, মনেকরি, তারেক রহমান এর জীবন বাঁচানোর জন্য হরতাল, আন্দোলন করে এই সরকারের আমল পার করে দেয়া হলো এবং আগামী নির্বাচনে বি এন পি ক্ষমতায় আসলো। তার পরেও তারেক রহমান এর জীবন বাঁচানোর জন্য বি এন পি কে রাষ্ট্রপতির কাছেই ক্ষমা চাইতে হবে, কারণ আমার জানা মতে আদালতের চূড়ান্ত রায়ের পর একমাত্র রাষ্ট্রপতিই মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী কে ক্ষমা করে দিতে পারেন। এখন বি এন পি যদি রাষ্ট্রপতি কর্তৃক আসামী বিপ্লবের ফাঁসি মওকুফ করার সমালোচনা করে, এর বিরুদ্ধে কথা বলে, তাহলে আল্লাহ না করুন, তারেক রহমান এর বিরুদ্ধে সেই রকম কিছু যদি হয়েই যায়, তখন বি এন পি তারেক রহমান এর জীবন বাঁচানোর জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার মুখ থাকবে না, কারণ তখন আওয়ামীলীগের নেতারাই বলবে, বি এন পি বিপ্লব এর মৃত্যুদন্ড মওকুফের বিরুদ্ধে মত দিয়েছিলো, এর বিরোধিতা করেছিলো, তাহলে আজকে তারাই কেন তারেক রহমান এর জীবন বাঁচাতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইছেন ????????????????? এর কোন নৈতিক অধিকারই বি এন পি' র নেই। উপসংহার ঃ আওয়ামীলীগ এক দিকে যেমন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বিপ্লব এর জীবন বাঁচালো, তেমনি অন্যদিকে বি এন পি কে যুক্তির কঠিন ফাঁদে আটকাতে পারে। সুতরাং এটি হতে পারে আওয়ামীলীগের একটি সাংঘাতিক রাজনৈতিক খেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।