আমাদের কথা খুঁজে নিন

   

আমার চোখ বন্ধ হলে কী হবে আল্লাহপাক জানেন

মহামান্য দেশপ্রেমিক আপনি ঠিক বলেছেন, মহান আল্লাহপাক ই জানেন কি হবে । ভবিষ্যৎ ভাবার ক্ষমতা আমাদের নেই । তবে বাঙালি বরাবরই হুযুগে ও কৌতূহলী জাতী । আমরা দেখতে চাই কি হয় । আল্লাহ আপনার মনের আকাঙ্ক্ষা কবুল করুন, আমিন ।

.। .। .। .। মহামান্য, আপনি দেশ নেত্রী, আপনার ইচ্ছা আমাদের জন্য আদেশ ।

এখুনি মসজিদ, মন্দিরে গিয়ে প্রার্থনায় বসবো । আপনার ইচ্ছা পূরণ দোয়া করার সাথে সাথে আর কিছু "এক্সট্রা " দোয়াও করতে চাই । ১। আপনার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে যেন এত বছরের ঝগড়া সঙ্গিনীকে হারিয়ে আমাদের আরেক মহিমান্বিত নেত্রী দুঃখে ভারাক্রান্ত হন এবং মনের দুঃখে উনিও চোখ বন্ধ করেন । ২।

আপনাদের হারিয়ে আমাদের উপর অভিমান করে আপনাদের প্রাণপ্রিয় দুর্নীতিবাজ সন্তানেরা মনের দুঃখে বিদেশগামী হন । ৩। আপনাদের দলের যাবতীয় নেতা, হাতা, চ্যালা, চামুণ্ডারা 'গডমাদার' হারিয়ে প্রচণ্ড শক পাক। শোকে উন্মাদ হয়ে এতদিন লুট করা ধন সম্পদ আপনাদের সৃতির উদ্দেশে ভাল কাজে ব্যয় করুক । ৪।

যারা উন্মাদ হবেনা, তারা যেন পাব্লিক এর বেধড়ক পিটুনি খেয়ে ভাল মানুষ হয়ে যায় । ৫। আপ্নারা ছাড়া এই জাতী দিশেহারা হয়ে যাবে, তখুন মহান আল্লাহ শায়েস্তা খান জাতীয় কাওকে যেন পাঠান। যে কিনা দুর্নীতিবাজ আমলা আর ভেজাল ব্যবসায়ীগুলোকে শায়েস্তা করবে । চার আনা সের চাল চাইনা, অন্তত ১।

প্রতি রাতে খুন হওয়ার ভয় ছাড়া পাবলিক ঘুমাতে যাবে ২। ক্যাবের, ফুলিশের হাতে খুন হয়ে যাবেনা নিতান্ত ভাল মানুষ, ঠ্যাং হারাবেনা আর কোন ছাত্র ৩। কুচি কুচি করে কেটে ভাসিয়ে দিয়েও কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসবেনা ৪। ধর্ষিত বোনকে সইতে হবেনা "মিউচুয়াল" অপবাদ ৫ । যেখানে রাস্তায় নেমে আগুনে পুড়ে যাবেনা কোন স্বপ্নালু চোখ ৬।

যেখানে ছাত্ররা চাপাতি নয় চায়ের গেলাস হাতে আড্ডা দিবে ক্যান্টিন কোনায় ৭। যেদেশের মানুষের পাসপোর্ট এর দিকে ঘৃণা নয়, সমীহের দৃষ্টিতে তাকাবে পৃথিবীর তাবৎ ইম্মিগ্রেসন অফিসার । এই রে দোয়া করতেই আছি, কখন যে আপার আপনার ইচ্ছা পালটাইয়া যায়, শেষে আবার বলে বসবেন " আমি সেরা দেশপ্রেমিক, আবার ভোট দিন, আমি হব শায়েস্তা খান" , আমরা গাধার দল, ঠিকই উৎসবমুখর পরিবেশে ব্যাপক উদ্দীপনার সহিত লাইন লাগাইয়া দিব কেন্দ্রে। নাহ , দোয়া শেষ, খ্যামা দিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।