সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৯৩৭ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ফল প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dshe.gov.bd-এই ঠিকানায় ফল দেখা যাচ্ছে।
অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশিদ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের পদায়ন করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার পরীক্ষার নিয়োগ কমিটি মহাপরিচালকের কাছে ফল হস্তান্তর করে।
মাধ্যমিক বিদ্যালয়গুলোর দ্বিতীয় পালা (শিফট) চালুর লক্ষ্যে গত বছর এক হাজার ৯৬৮ জন সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে গত বছরের জুলাই মাসে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়। দীর্ঘদিন পর গত জানুয়ারি মাসে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মৌখিক পরীক্ষা হয়।
কিন্তু মুক্তিযোদ্ধা সন্তান কোটায় যাচাই-বাছাইয়ের কারণে দীর্ঘদিনেও ফল প্রকাশ হচ্ছিল না। অবশেষে প্রায় পাঁচ-ছয় মাস পর আজ ফল প্রকাশ করা হলো। To see the result......................... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।