সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! বালি পাগলি, বালি আর সোনাই দু’জন দু’জনকে চুপিচুপি অনেক ভালবেসে ফেলেছে; প্রচন্ড আকর্ষনে দু’জনেরই পাগলামি বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাহস! কিন্তু এত সাহস ভাল নারে... আজ বিকালের কথা চিন্তা করে দেখ!! আর একটু হলেই ...... !!! এই পৃথিবীটা খুব নিষ্ঠুর আর স্বার্থপর। এরা যদি একবার টের পায় আমরা ভাল আছি ... তাতে ওদের কিছু অসুবিধা হোক বা না হোক, ওরা আমাদের ভাল থাকতে দিবে না। সামাজিক খোলস ছেড়ে বের হয়ে আসা বালি আর সোনাই কে ওরা হত্যা করবে অবৈধ অপবাদ দিয়ে... ... খোলস দু’টোকে করবে সমাজচ্যূত! খোলস কে নিয়ে ভাবি না... কিন্তু বালি আর সোনাই এর প্রিয় সোনাবালির আপন ভুবন নামের এই শীশু পথিবীটাকে ধংস হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করতেই হবে। একে বাচিয়ে রাখতে আমাদের যত কষ্টই হোক! এটা আমাদের জন্য অনেক বড় চ্যলেঞ্জ! আমরা কি এই চ্যলেঞ্জে হেরে যাব??? এখন থেকে একজন পাগলামো করলে অন্য জন তাকে সামলাব; আমরা আমাদেরকে নিয়ন্ত্রন করব আমাদের পৃথিবীটাকে অনন্তকাল বাচিয়ে রাখার জন্য......! আর শোন, কাল বৃষ্টিতে ভিজিসনি তো!! তোর কিন্তু আমাকে ছাড়া বৃষ্টিতে ভেজা মানা আছে... মনে থাকে যেন!!! সুন্দর একটা কথা পেলাম, তাই কপি পেষ্ট মারলাম (তুই যেটা রেগুলার করিস)!! এই একখন্ড সাদা কাগজের উপর মেঘ এসে যখন দাঁড়ায় তখন প্রতিটি অক্ষর হয়ে ওঠে একেকটি বৃষ্টির ফোঁটা, শব্দগুলি বর্ষাকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিন্দু বিন্দু অশ্রুর কবিতা। মেঘ ভাঙতে ভাঙতে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধে যায়। সাদা কাগজের উপর পড়ে থাকে স্মৃতি, ভালোবাসার গন্ধ আমি হাত বাড়িয়ে সেই মেঘবৃষ্টির স্বর্ণমুদ্রা কুড়াতে থাকি ... তুই যেন আবার ফাঁকি দিস না... আমি রোজ সকালে ঘুম থেকে উঠে পিসি নিয়ে বসি তোর চিঠি পড়ার আশায় !!! ভাল থাকিস! তোর সোনাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।