আমাদের কথা খুঁজে নিন

   

এই আশরাফুল সেই আশরাফুল ...............

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . আজ আশরাফুল এর আউট নিয়ে আশরাফুলপুরাজিদের মন্তব্য ছিল আজ তার লাক খারাপ, রান আউট হইলে কি করার আছে? আউট ফিল্ড স্লো ছিল ইত্যাদি। সেটা বুঝলাম, কিন্তু why always আশরাফুলই bad luck এর স্বীকার হয়? বল, পিচ, environment এসব বুঝে খেলাও একজন ভালো খেলোয়াড় এর বৈশিষ্ট্য। ভালো খেলোয়াড় হতে হলে এই গুন গুলো থাকা আবশ্যক। নয়ত বাংলাদেশে এরকম অনেক অনেক খেলোয়াড় আনাচে কানাচে পরে আছে যারা ৬ বল এর ৬ টাই বাউন্ডারি হাকাতে সক্ষম। জাতীয় দলে খেলার জন্য এই যোগ্যতা পর্যাপ্ত নয়।

তারপর সেটা যদি হয় শ্রীলঙ্কার মতো কোন দল যাদের ৩২ বছর টেস্ট ক্রিকেট এ দাপিয়ে বেরানোর অভিজ্ঞতা আছে তাহলে তো কথাই নেই। Moral: Stupid people always brings badluck of their own. অপেক্ষায় রইলাম ব্লকবাসটার পারফর্মার এর নেক্সট হট পারফরমান্স এর। আর তো মাত্র ৫০-৬০ টা ম্যাচ। বিএসসি টা পাশ করতে করতে চলে আসবে। থাক খুব বেশী না বলি, পরে by chance যদি পরের ম্যাচ এ একটা হাফ সেঞ্চুরিও কইরা ফালায় তাইলে আশরাফুলপূজারীদের পকপকানিতে দেশে থাকা যাইব না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।