আমাদের কথা খুঁজে নিন

   

যদি সত্যি আপনারা হেফাজতে ইসলাম হয়ে থাকেন বা নুন্যতম মুসলমানও হয়ে থাকেন ত

পতিতার কি অধিকার নাই সে যদি ধর্ষিত হয় তবে তার বিচার চাইবার??? ভিক্ষুকের কি অধিকার নাই তার ভিক্ষার অর্থ কোনো নেশাখোর হাতিয়ে নিয়ে গেলে তার বিচার চাইবার??? নাস্তিকের কি অধিকার নাই তার দেশের রাজাকারদের সর্বোচ্চ সাস্তি দাবি করার??? হেফাজতে জামায়াতে ইসলাম এবং আমার দেশ গংদের কাছে প্রশ্ন- জাগরণ মন্চের কবেকার/কয়টার/কার বক্তব্য কোনো ধর্ম বিরোধী ছিলো?? জামায়াত-শিবিরের আর্থিক প্রতিষ্ঠান বয়কটে/নিষিদ্ধের দাবি মানে কি নাস্তিকতা?? দেইল্লা গংদের ফাসি চাওয়া কি নাস্তিকতা??? নাস্তিকদের আস্তিক না বানিয়ে, নাস্তিকদের ধর্মের পথে আসার আহবান/সুযোগ না দিয়ে আপনি কেমন আস্তিক??? নাস্তিকদের আলোচনা করার সুযোগ না দিয়ে, তাদের ভুল পথ থেকে সহীহ পথে আসার আলো না দেখিয়ে আপনি কোন ধর্ম পালন করছেন?? যদি সত্যই আপনি ইসলাম ধর্মের কথা বলে থাকেন তবে কি আপনারা জামানার শ্রেষ্ঠ নবী, শান্তির নবী, সাম্যের নবী, দোজাহানের পথ-প্রদর্শকের নবী, জিঁনি না হলে এই পৃথিবীই সৃষ্টি হতনা সেই সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা এর আদর্শ বা সুন্নতের খেলাফ কাজ কি করছেন না??? যদি সত্যি আপনারা হেফাজতে ইসলাম হয়ে থাকেন বা নুন্যতম মুসলমানও হয়ে থাকেন তবে এসব প্রশ্নের জবাব দিন। আমার ধর্মপ্রেম বা দেশপ্রেম নিয়ে কুৎসা রটনায় নিশ্চয় পরমদয়ালু, সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক মহান আল্লাহতায়ালা আপনার বিচার এবং শাস্তি দৃষ্টান্তমূলক দিবেন যদি ধর্মের অপব্যাখ্যায় অস্থিতিশীল পরিস্থিতি করে থাকেন বা উৎসাহ দিয়ে থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।