আমাদের কথা খুঁজে নিন

   

আলাপন-৯ (ম্যারিনা নাসরীন)

ম্যারিনা নাসরীন (সীমা) কখনো মধ্যরাতের নদী দেখেছ মৃন্ময় ? শীতলক্ষ্যা , ধলেশ্বরী বা কীর্তনখোলার মত কোন নদী ? জোছনাময়ি রাতগুলোতে তারা বিরহী প্রেমিকা হয়ে ওঠে ওদের বুকে জেগে ওঠা ছোট ছোট ঢেউ যেন বিষণ্ণতার এক একটি পাহাড় । প্রেতাত্মার দীর্ঘশ্বাস করুণ সুরের লহরি তোলে শ্মশান সঙ্গীতের আর্তনাদ ঢেউ এর বুকে কাঁপন ধরায় বাকহীন আবেগে আছড়ে পড়ে চরাঞ্চলে । জানো মৃন্ময় ?কখনো কখনো আমিও মধ্যরাতের ধলেশ্বরী হয়ে যাই আমার দ্বিপ্রহরের জানালায় যেন ঝুপ করে সন্ধ্যা নামে জারুল পাতার ছায়াগুলো মুহূর্তেই বিলীন হয় অমানিশার জটিল খাঁজে ব্যর্থ ইচ্ছেগুলো সব ক্লান্ত হয়ে অসময়ে শয্যা নেয় । আমি অতন্দ্রিলা মৌন হয়ে রই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।