আমাদের কথা খুঁজে নিন

   

সেই কবে এক রমণী

শুদ্ধতার আগুনে যেন সতত পুড়ি দগ্ধ দিনের চাদরে হুহু হাওয়ার উত্তাপে ধিকি ধিকি বালিকণা পাথরের ক্রোধ দৃষ্টিকে আনত রাখে কেন? বিশুষ্ক শ্বাস-প্রশ্বাসে মিশে যায় তার নৈঃসঙ্গ্যের হা-হুতাশ; পিপাসা ব্যাপক। ছায়া দায়িনী বৃক্ষরাজি স্বার্থপর, যার বুকের তলায় নিশ্চিন্তে ঝিমায় লু হাওয়া ঠোঁটের কার্ণিশে কিচকিচে বালি; সেই কবে ব্যররথ প্রেমের আক্রোশে এঁকে দিয়েছিল তেজস্মী চুমু যার স্বাদ আজ খরখরে পলেস্তারাহীন কঠিন দেয়াল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।