....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... আমার প্রতিশ্রুতি ছিলো তোমার কান্না মুছে দেয়ার আর এখন আমি জানিই না তুমি কাঁদছো কিনা.... বুক পকেটে রাখা তোমার ছবিটা দেখি ভাবি,...ইশ! যদি তোমায় ছুঁতে পারতাম! মনে পড়ে? প্রতি বিকেলে তোমার জানালার সামনে দিয়ে বারবার আসা যাওয়া করতাম তুমি হাসতে, আমিও হাসতাম এখন তো সেই জানালাও বন্ধ থাকে আর আমি নিশ্চুপ দাড়িয়ে থাকি প্রতিরাতে। তোমার শহরে সবাই ব্যস্ত পাখিগুলো অলস, গাছগুলো ক্লান্ত তবুও সেই শহরে যখন একলা হাঁটি কিংবা বসি নোংরা ফুটপাথে যেখানে তোমার সাথে বসতাম আমি পাশের খালি ফুটপাতে হাত বুলাই স্পর্শ করার চেষ্টা করি অদৃশ্য তোমায় কি যেন এক উৎসবের সকালে তুমি মন খারাপ করে বলেছিলে আগের রাতের দুঃস্বপ্নের কথা তুমি নাকি দেখেছো আমরা দুরে সরে যাচ্ছি আমি হেসে বলেছিলাম, ধুর পাগলী, আমি কোথায় যাবো জানো, আমি এখন সেই দুঃস্বপ্নে বাস করি প্রতিদিন ঘুম থেকে উঠলে এই চরম সত্য আমায় জেঁকে ধরে আর আমি ভাবি ইশ! যদি তোমায় ছুঁতে পারতাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।