আমাদের কথা খুঁজে নিন

   

দুই কিশোর

অনন্ত নক্ষত্রবীথি চেয়ে রয়। তুমি হেথা...ঐ দূরে ঠিক টাইম মেশিনের মতো। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আর মাঝের নিঃসঙ্গ নাম না জানা গাছটি আর আমরা দুজন, ছবির মতো ভেসে আসা স্মৃতি। তোর কি মনে পডে? শান্ত বিকেলে অশান্ত আমরা দুজনে চষে বেড়িয়েছি কতো দূর অজানা মাঠ? সবুজ ধানক্ষেতের আলে হাঁটা আর লুকোচুরি? শান্ত দিঘীর জল ঘোলা করা মাছটি ধরার আকাশ কুসুম পরিকল্পনা? কিংবা রোদেলা কোনো দুপুরে মার চোখ ফাঁকি দিয়ে ঘুড়ি উড়ানো? মনে পড়ে নাটাই ছাড়া ঘুড়ির পিছু নেয়া? তারপর গাছের মগডালে আটকানো ঘুড়ি দেখে কেঁদে ফেলা? আর হদ্দ বোকা আর ভীতু আমি শুধু তোর জন্য প্রথম বারের মতো গাছে উঠতে গিয়ে পপাত ধরনীতল ! ভাগ্যিস কিছু ভাঙ্গেনি ! বাঁধ ভাঙ্গা হাসির ফাঁকে কি উৎকন্ঠা তোর গলায় । তোকে সেদিন বলিনি হাতে প্রচন্ড ব্যাথা পেয়েছিলাম আমি, কিন্তু তোর মন ভালো করে দেয়া হাসি আমি মলিন হতে দিতে চাইনি।

আচ্ছা এখনো কি তুই ঘুড়ি উড়ানো দেখিস? নাকি সময় তা মুছে দিয়েছে। মনে পড়ে কোনো এক ভোরবেলা শিশির ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে দেখা সেই কিশোরীর কথা? তার সলাজ হাসি আর হরিণ চোখ। প্রথম বারের মতো বুকের ভেতর কেমন জানি অনুভূতি। আবার তার দেখা পাওয়ার আশায় প্রায়শই ভোরে বের হওয়া। কিন্তু মায়াবিনী কি আর ফিরে আসে? আচ্ছা এখনো কি তুই সেই মাইলস্টোনে বসে সাই সাই ছুটে যাওয়া গাড়ি গুলো দেখিস? কিংবা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলিস? এখনো কি প্রতি সন্ধ্যায় সূ্র্যাস্ত দেখিস? নীলিমার রঙ দেখে এখনো কি তুই উদাস হয়ে যাস? আর শেষ বিকেলে চা খাওয়ার জন্য টঙ ঘরে যাস? নাকি সময়ের স্রোতে সব হারিয়ে গেছে? জানিস , এখনো আমি ঘুমের ঘোরে সবুজ মাঠ দেখি, দেখি দুই কিশোর ।

হাতছানি দিয়ে ডাকা নীল দিগন্ত, যেখানে পৃথিবীর সীমান্ত খুজতাম। মনে পডে কি তোর ? আমরা দুই কিশোর ছিলাম? উৎসর্গ- তোকে, জানি কখনোই তুই এই লেখা পড়বিনা.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।