আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমার কি অপরূপ নমুনা

কাঁদবে বিস্ময়ে ক্ষমাই মহত্তের লক্ষন। এই কথাটি মনে হয় আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেশী করে মানেন। মানতে মনে হয় বাধ্য। তা না হলে কি করে একজন খুনের আসামি কে মাফ করে দিতে পারেন। শুধু আসামি নিজের দলের লোক বলে? তাহলে বিচার বিভাগ রেখে লাভ কি? আপনারা জাদের ইচ্ছা তাদের শাস্তি দিবেন...যাদের ইচ্ছা তাদের মাফ করে দিবেন।

যেই পরিবার আজকে ভুক্তভোগী আপনি কি তাদের কথা একটুও মাথায় আনলেন না? যে সন্তান তার পিতার অপরাধীর মৃত্যুদণ্ড দেখে বাবার কবর জিয়ারত করত সে কি একন নিজের কবর খুড়ে রাখবে? খুনি যে ছাড়া পেয়ে কিছু করবে না তার কনও নিশ্চয়তা দিতে পারবেন আপনি, মহামান্য রাষ্ট্রপতি। আচ্ছা আর করলেও বা কি? আবার মাফ করে দিবেন? কি হবে? কিছুই হবে না ? আবার চোখের পানি ফেলবে। আপনারা তো মহান । আপনাদের কথার উপরে আর কেউ কি কথা বলতে পারে। আপনাদের ক্ষমার দৃষ্টান্ত প্পৃথিবীর ইতিহাসে কন অক্ষরে লেখা থাকবে টা আপনারাই দেখবেন...... ......আসুন আমরাও বলি জয় বাংলা,জয় বঙ্গবন্ধু .....আমরাও ক্ষমা পেয়ে জেতে পারি।

। বলা তো আর জায় না...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।