আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... কাক, শত সহস্র কালো কাক ভোরের আলো ফুটতে না ফুটতেই তারা দলে দলে রাস্তায় বের হয়ে এসেছে ময়লা নয় তারা ঠোকরে ঠোকরে মানুষকে ক্ষত বিক্ষত করছে দেখো দেখো কিভাবে এক ঠোকরে চোখ তুলে নিলো ঐ কাকটা।। তবে কি বহুল আকাংক্ষিত বুভুক্ষ এসেছে যার জন্য আমরা এতো মিথ্যা বলেছি, এত হিংসা করেছি তবে কি সে সত্যি সত্যি এলো। কই রাস্তায়তো পড়ে নেই মৃত মানুষের লাশ।। শেষ পর্যন্ত বিজ্ঞানের কল্যানে বুভু্ক্ষ ঠেকানো গেলেও ঠেকানো যাচ্ছেনা কাকদের এমন নির্মমতা তবে কি তারা জানতো একদিন বুভুক্ষ হবে তাদের আর খাবারের অভাব হবেনা তাই কি তারা এতোদিন চুপটি করে ভালোমানুষের মত মানুষদের কথা শুনেছে, তাদের পাশে থেকেছে, তাদের কর্মকান্ড দেখেছে।। যদিও সবুজ বৃক্ষ অসময়ে সবুজ পাতা ঝরিয়ে সর্তক করতে চেয়েছে মানুষ তা বুঝতে চাইনি, কখনও চাবেও না প্রানীজগতের একটা অংশ হয়েও প্রানীজগতের বিরোধিতা করাই যে মানুষের কাজ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।