কুয়েত থেকে বলছি...... খোশ মেজাজেই ছিলেন বলিউড-বাদশা শাহরুখ খান। পরিবার-পরিজন নিয়ে গিয়েছিলেন লন্ডন ও হল্যান্ড ভ্রমণে। অবসর সময় কাটানোর পাশাপাশি কেনাকাটাও করেছেন বেশ। তবে এই কেনাকাটাই তাঁর ইউরোপ ভ্রমণের আনন্দ অনেকটা মাটি করে দিয়েছে।
গত বৃহস্পতিবার শাহরুখ দেশে ফেরেন।
সঙ্গে ছিল ২০টি ব্যাগ। ব্যাগের বহর দেখে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক কর্মকর্তাদের চোখ উঠল কপালে। একটা পরিবারের সঙ্গে এতগুলো ব্যাগ থাকে কী করে! শুল্ক কর্মকর্তারা শাহরুখের পরিবারের সদস্যদের বিমানবন্দর ত্যাগের অনুমতি দিলেও, আটকে রাখলেন তাঁকে।
এরপর ব্যাগগুলোতে চলে ব্যাপক তল্লাশি। মাত্রাতিরিক্ত ব্যাগ বহন করার অপরাধে দেড় লাখ রুপি জরিমানা করা হয় শাহরুখকে।
কী আর করা! জরিমানায় সম্মতি জানিয়ে শাহরুখ বিমানবন্দর থেকে ছাড়া পান।
দৃশ্যটি যাঁরা দেখেছেন, তাঁরা অবাক হয়েছেন। আর দশজন সাধারণ যাত্রীর মতোই শাহরুখকে বিমানবন্দরে কাটাতে হয়েছে। শুল্ক কর্মকর্তাদের কাছ থেকে কোনো বিশেষ খাতির পাওয়া তো দূরের কথা, কারও সঙ্গে ফোনে কথা বলারও সুযোগটা পাননি বলিউডের এই বাদশা। View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।