আমাদের কথা খুঁজে নিন

   

দূর থেকে দেখব

মেঘের পরশা সাজিয়ে রেখেছি কখন যে বৃষ্টি ঝরে চাতকের মতো তাইতো তাকিয়ে আছি আকাশ প্রানে শ্রবনের মেঘ গুলো জড় হল আমার আকাশে আলোক ছটা গুলো নিমিশেই আধারে ডেকে গেলো তোমার মতো আলো আধারের লুকোচুরী এখন আর ভাল লাগেনা। একাকৃত্বতার এই রত্তিম সময় আমাকে যে কোথায় দার করিয়েছে তাহা আমি জানিনা আমার ইচ্ছা গুলো আজ শেশ নতুন ভোরের সন্ধান হয়তো আর পাবনা এই ধরনীতে। যাহা হারিয়েছি তাহা আর পাববলে মনে হয় না এই জীবনে ? জীবনের সুন্দর সময় গুলো এখন আধারের মাঝে হারিয়ে গেছে ইচ্ছা করলেই আর ফেরানো যাবেনা সেই দিন গুলো কি ভুল ছিলো আমার আজ আমি কোথায় আর তুমি কোথায় এমন কি কথা ছিল তোমার সাথে তাহলে কেন এই পরিনিতি প্রত্যাশা বা অভিযোগ এমন ভাবনা এখন আর আমার মাঝে নাই ভাল থাকার সব উপকরন তোমার হোক এক একা দূর থেকে দেখব। তুমি দুঃখ দিতে কেন খুজে পেলে শুধু আমাকেই জীবনে হয় প্রেম কিছু লাভ, কিছু ক্ষতি, কিছুতেই অনুভূতি থাকে প্রেমেই। মন ভাল নেই বিসাধেই ছুয়েছে আমার সব ফাকা আমি একা কোথাও কেও নেই ? তোমরা আজ কোথায় আছো কেমন আছো কোন খানে শ্রবন মেঘের দিন গুলোতে একলা কাটাই নীরজনে এরি মাঝে ঝরে গেছে অনেক গুলেঅ বছর। অধ্যবষয় শেষ হয়েছে পইনি কোন খবর ! হারিয়ে যাওয়া দিন হাজার স্মৃতি খেলাকরে অনেক কিছুই ঝড়ে পড়ে তুমি আছো কোন শহরে সঙ্গীরা আজ কেমন আছে পাইনি তাদের খবর। মেঘবালিকা স্বপ্ন রানী সবিছিল পাগলামী শৈশবেরী দিন গুলোতে সাজিয়ে ছিলাম সাত রংএ যৌবনেতে রং গুলো আজ রুপ নিলো যে এক রংএ প্রত্যাশিত সেই তুমি ভাজছ বসে একা একা সবিছিল একতরফা ছোট্র বেলার পাগলামী। সুন্দর অনাগত দিন গুলো হোক তোমাদের জন্য !..................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।