আমাদের কথা খুঁজে নিন

   

গাছ ভার্স্কয্য ও কিছু ছেলেমানুষি চিন্তা ভাবনা...

শাহাবাগের মোড়ে বেশ কিছুদিন হলো একটা নতুন গাছ দেখতে পাচ্ছি, রাতের বেলা আলোর ফুল ফুটে থাকা একটা গাছ, পাতায় পাতায় আলোর নাচন আলা গাছ, বড় বড় পাতা আলা একটা সাদা গাছ..... উপরে একটা শেডের মত করে বিগ্গাপনের স্থান, সেখানে লেখা: "বেশি করে গাছ লাগান। আপনার শহর সুন্দর রাখুন" সাধুবাদ কর্তৃপক্ষকে বেশি করে গাছ লাগাতে উৎসাহি করার জন্য, গাছের এখন অনেক প্রয়োজন। আমরা যেহারে প্রিথিবীকে গরম করে ফেলছি, যেভাবে কার্বনডাইঅক্সাইড বাড়িয়ে চলেছি তা একমাত্র গাছই কমাতে চেস্টা করে। কার্বন ফুটপ্রিন্ট বলে একটা ব্যাপারে ইদানিং সবাই কথা বলে, যেখানে লক্ষ থাকে কার্বনের পরিমান কমানোর এবং যে পরিমান কার্বন আমরা তৈরী করছি তা সমপরিমানে কমানোর জন্য কিছু একটা করা। যেমন আমি যদি একটা কাগজের ফ্যাক্টরি বাসাই গাছ কাটা শুরু করি তাহলে কোন একটা জায়গায় তার থেকে বেশি পরিমানে গাছ আমাকে লাগাতে হবে অফসেট করার জন্য।

অথবা প্রাকৃতিক গাছ না কেটে নিজে গাছ লাগায়ে সেই গাছ কেটে কাগজ বানাতে হবে। কিছু কিছু আইটি কোম্পানি যে পরিমান ইলেক্ট্রিসিটি খরচ করে তার থেকে বেশি পরিমান বায়ু বিদ্যুত বা সোলার বিদ্যুতের জন্য টাকা ডোনেশন করে। আসুন এই ভার্স্কযটার কার্বন ফুট প্রিন্ট দেখি: যদি তিনটি বড় লাইট ও ছোট ছোট অসংখ্য লাইট গুলি গড়ে ৩০০ ওয়াট বিদ্যুত খরচ করে তাহলে হিসাব টা হবে: [৩০০ ওয়াট X ১২ ঘন্টা X ৩০দিন]/১০০০ = ১০৮ কিলোওয়াট/আওয়ার মাসে। এই ১০৮ কিলোওয়াট/আওয়ার বিদ্যুত তৈরীর কার্বনফুটপ্রিন্ট ০.৯৭২ মেট্রিক টন কার্বনডাই অক্সাইড বছরে (রেফারেন্স: http://www.carbonify.com)। ০.৯৭২ টন কার্বনডাই অক্সাইড কে অফসেট করতে প্রয়োজন সুস্থ সবল ৫ টি বড় গাছ।

আমরা শুধু হিসাব করলাম বিদ্যুত খরচ, যদি লোহা, সিমেন্টের তৈরি গাছটা হিসাব করি তাহলে এই অফসেটের পরিমান আরো বেড়ে যাওয়ার কথা। তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্ট ও লোহা দিয়ে তৈরী না করে যদি আমরা ঐ রোড আইল্যান্ডে মিনিমাম ৫ টা বড় গাছ লাগাতাম (যেহেতু বড় গাছ লাগানো যায় না তাই বেশি করে চারা গাছ লাগানো যেতো যা কয়েকবছরে বড় হতো) তাহলে পৃথিবীর যে ক্ষতি করছি তা একটু হলেও কমতো। আসুন আমরা গাছ লাগাই, সত্যিকারের সবুজ গাছ, লোহা ও সিমেন্টের গাছ না। নোট: যারা ঐ ভাস্কর্য ডিজাইন করেছেন তারা নিস্চয় অনেক চিন্তা ভাবনা করেই করেছেন যা হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা ব্যাক্ত করলাম, কাউকে ছোট করার উদ্দেস্যে না ছবি দুইটি তুলেছেন: পুষান শান  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।