আমাদের কথা খুঁজে নিন

   

শিং নেই তবু নাম তার সিংহ

আমি বাংলাদেশের বাঙ্গাল । শিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্বডিম্ব গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ দাও ভাই নাকে একটিপ নস্যি খাও তার পরে এক মগ লাস্যি লাগে জুরি জুরি সুরসুরি হ্যাচ্ছো হ্যাচ্ছো ছিক ছিক ছিক ছিক হাহ হা হা হাহ হা হাহ হা... দুই পায়ে পরে নাগরা যাও নয় হেটে আগ্রা জামতলা আমতলা নিমতলা পথে পাবে নয় নয় এতো ঠাট্টা খাও পেট ভরে গাট্টা কাচকলা কানমলা খাও তুমি কত খাবে টক টক টকটক্করে টক্কা আর কত দুরে বোগদাদ মক্কা গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ ......হাহ হাহ হা হাহাহ হাহাহ হা গোলগাল বিশু নন্দী দিনরাত আটে ফন্দি ঝুরি ঝুরি ভুরি ভুরি বড় বড় কথা বলে তাগরা এ বেটে বড়দা খায় পান সাথে জর্দা গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে এবাড়ির খেদি চায় ভুরু খুচকে ওবাড়ির খেদা হাসে মুখ মুচকে গায়ে লাগে ছেকা ভ্যাবাচেকা হাম্বা হাম্বা ডিগ ডিগ ডিগ ডিগ ......হাহ হাহ হা হাহাহ হাহাহ হা শিং নেই তবু নাম তার সিংহ --কিশোর কুমার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।