আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনার দানব : কে দায়ী?

আগেই তো লিখেছি বেলাল মারা গেল বাসের ধাক্কায়, মেয়েটিকে বাঁচিয়ে। তার পরের তিন দিনে খোদ রাজধানীতে ৭ জন নিহত সড়ক দুর্ঘটনায়। খবরে প্রকাশ, রাজধানীতে প্রায় দেড় লক্ষ অনিবন্ধিত প্রাইভেট কার রয়েছে। সার্টিপিকেট হীন বাসও অর্ধ লক্ষ প্রায়। কারা এসব সার্টিফকেট দেয়? ঢাকা এখন যেন বাজারের শহর।

মূল সড়ক ধরে বাজার, একচিলতে ফুটপাতও নেই। এসব বাজার থেকে প্রতিদিন কোটি টাকা চাঁদা ওঠে। ভাগ পায় নৌকা, লাঙ্গল, ধানের শীষ কিংবা পাল্লা সবাই। এ ক্ষেত্রে সরকার কিংবা বিরোধী দল নেই। কবে ঘটবে এসবের অবসান।

আমরা সাধারণ নামের যারা তারা কবে সোচ্চার হব? নিজের ঘরে আগুন লাগার আগ পর্যন্ত কেউ কি সচেতন হব না? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।