ভারতের দালাল ও ভারতীয়দের প্রবেশ নিষেধ।
বর্তমান আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে কম্পিউটার ছাড়া অফিস-আদালত দূরে থাক ব্যাক্তিগত জীবনও চিন্তা করা যায় না। এখন আমাদের কম্পিউটারে প্রতিদিন হাজার হাজার কাজ করতে হয়। এর মধ্যে একটি প্রধান কাজ হল ডকুমেন্ট প্রস্তুত করা।
ডকুমেন্ট প্রস্তুত করতে গেলে বিশেষ করে কিছু টাইপ করতে গেলে বানান ভুল একটি স্বাভাবিক ব্যাপার।
ইংরেজী বানান ভুল হলে শব্দের নিজে লাল দাগ চলে আসে এবং খুব সহজেই মাউসের ডান বাটন ক্লিক করে ঠিক করে নেই। কিন্তু তা ইংরেজির ক্ষেত্রে। আমাদের মাতৃভাষা বাংলাতে এই সুবিধা কোথায় পাবো তা আমরা জানিনা।
হ্যাঁ এই সুবিধা আপনি কিভাবে পাবেন তা নিয়েই আজকের আমার এই লিখা।
আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন তাহলে কোন সমস্যা নেই।
লিনাক্সে ওপেন অফিস বা লিব্রা অফিস বাই ডিফল্ট দেওয়া থাকে। উইন্ডোজে এই সুবিধা পেতে হলে আপনাকে OpenOffice.Org অথবা Libre Office নামিয়ে ইনস্টল করে নিতে হবে এবং অবশ্যই এই সুবিধা পেতে ইউনিকোডে টাইপ করতে হবে। পুরনো বাংলায় এই সুবিধা পাবেন না।
উইন্ডোজে হোক বা লিনাক্সে হোক, ওপেন অফিসে হোক বা লিব্রা অফিসে প্রথমে আপনাকে OpenOffice.Org এর একটি এক্সটেনশন Bengali Spellchecker Dictionary নামিয়ে নিতে হবে।
এবার ওপেন অফিস বা লিব্রা অফিসে Tools এ যান।
সেখানে থেকে Extension Manager...। নতুন একটি উইন্ডো আসবে। এখান থেকে Add এ ক্লিক করুন। আপনার নামানো ফাইলটি ব্রাউজ করে খুলুন। ইনস্টলের পূর্বে তাদের নীতিমালা Accept করতে বলবে।
Accept করুন। বাস হয়ে যাবে আপনার Bengali Spellchecker Dictionary ইনস্টল করা।
এর পর যখনি আপনি বাংলা টাইপ করবেন তখনই বানান চেক করার কাজ শুরু হয়ে যাবে। ভুল করলে এটি শব্দের নিচে লাল দাগ দেখাবে। আপনাকে শুধু ডান বাটন ক্লিক করে দেখতে হবে শুদ্ধটা কি?
Extension Manage চালু হলে দেখবে নিচে বাব দিকে Get More Extension Online... দেওয়া আছে।
এখানে ক্লিক করে আপনি আরো অনেক এক্সটেনশন নামিয়ে নিতে পারবেন। আমার কিছু এক্সটেনশন হল Export As Image (প্রেজেন্টেশনের পুর ফাইলকে ইমেজ আকারে সেভ করার জন্য, প্রতিটি পাতা আলাদা আলাদা করে ইমেজ হয়ে যাবে ), PDF Import (ওপেন অফিস/লিব্রা অফিসে পিডিএফ ফাইল খুলে এডিট করার জন্য), Read Text (ইংরেজী শব্দের উচ্চারণ শোনার জন্য) এবং আরো অনেক।
এইতো গেল অফ লাইনে টাইপ করার সময়। কিন্তু আপনি যখন অনলাইনে টাইপ করবেন তখন কি করবেন? কোন সমস্যা নেই। আগের Bengali Spellchecker Dictionary টি তৈরী করেছে ankur.org.bd।
তাদের মজিলা ফায়ারফক্সের একটি এড ওনস Bengali (Bangladesh) Dictionary আপনার এই কাজকেও সহজ করে দিবে। এটি ইনস্টল করার পর অনলাইনে আপনি যদি বাংলা বানান ঠিক করতে চান তবে টেক্সট এরিয়াতে ডান বাটন ক্লিক করে Check Spelling এ ক্লিক করুন। এর পর এর নিচে Language Option আসবে। সেখান থেকে Bengali/Bangladesh এ ক্লিক করুন। বাস শুরু হয়ে যাবে বাংলা শব্দের বানান চেক করা।
আপনি যদি এই অবস্থায় ইংরেজী লেখেন তবে তা ভুল দেখাবে। এটি ঠিক করার জন্য আপনাকে আবার Language Option এ গিয়ে English/United State এ ক্লিক করতে হবে। তখন ইংরেজী বানান ভুল হলে তা চেক করবে।
তাহলে আর দেরি কেন? শুরু করুন এখনি বাংলা টাইপ আর ভুলে যান বানান ভুল হওয়ার ভয়।
(বি.দ্র.: এই এক্সটেনশনটি অনেক শব্দই ঠিক করতে পারে।
তবে ছোট ছোট কিছু শব্দকে ভুল ধরে যা আমরা অহরহ ব্যবহার করি। । অল্প কিছু শব্দের ভুল ধরতে পারেনা। ব্যাকরণগত ভুল ধরতে পারবে না। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।