যে যায় লংকায়, সে হয় রাবন গতকাল দুই বাম-ডানের তুমুল ঝগড়ার শাক্ষী ছিলাম আমি। ঝগড়ার বিষয় হচ্ছে একটি পত্রিকা নিয়ে- প্রথম আলো। ডানের ঝোড়ালো যুক্তি হচ্ছে- প্রথম আলো পত্রিকাটি নিরপেক্ষ নয়, এটি একটি ভারতের দালাল পত্রিকা। তিনি আরও বলেন, এই পত্রিকাটি কোন দাড়ি-টুপিওয়ালা মুসলমানের লঘু অন্যায়কে লিড নিউজ করতে পিছপা হয় না। অন্যদিকে হিন্দুরা বৃহৎ অপরাধ করলেও সেটাকে ধামাচাপা দেয়ার আপ্রান চেষ্টা করে তারা।
পরিমলের বিষয়টি তিনি তুলে ধরেন। তবে বামপন্থী লোকটি তার সাথে একমত হলেন না। তিনি বলেন, প্রথম আলো সত্য উদঘাটন না করে শুধু কাটতি বাড়ানোর জন্য হাওয়ায় ভেসে আসা নিউজ করে না। তাদের নিউজ অবশ্যই বস্তুনিষ্ঠ। তবে আলোচনার শেষে বামপন্থী লোকটি যা বললেন তাতে আমিও বিস্মিত হলাম।
তিনি বলেন, এই পত্রিকাটি ভারত ঘেষা নয়, বৃটেন ঘেষা।
সম্মানতি পাঠক, আপনার মূল্যবান মন্তব্য পাঠককে সঠিক দিকনের্দেশনা দিতে সাহায্য করবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।