আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুননিসার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চেষ্টা করব: ভারপ্রাপ্ত অধ্যক্ষ (সংগৃহিত)

টানা কয়েক দিনের অচলাবস্থার পর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ রোববার ক্লাস শুরু হয়েছে। স্কুলের চলতি দায়িত্বে থাকা মঞ্জু আরা বেগম বলেন, স্কুলের অবস্থা স্বাভাবিক। শান্তিপূর্ণভাবে কাজ চলছে। মঞ্জু আরা বেগম আরও বলেন, ‘আজ অস্থায়ী (অ্যাডহক) পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রতিষ্ঠানের কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে, তা নিয়ে আলোচনা হয়েছে।

’ তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কাজ যাতে শান্তিপূর্ণভাবে চলে, তিনি সে চেষ্টা করবেন। সভায় পরিচিতিমূলক ও রুটিন কাজ নিয়ে আলোচনা হয় বলেও তিনি জানান। এদিকে অ্যাডহক কমিটির প্রধান ও ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক বলেছেন, বিভিন্ন জটিলতা নিয়ে সভায় আলোচনা হয়েছে। জটিলতা নিরসন করে প্রতিষ্ঠানটি যাতে ভালোভাবে চলতে পারে, সে জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্যও আলোচনা হয়েছে।

পরিমল ও অভিযুক্ত অন্যান্য অপরাধীর শাস্তি চান বলে জানান তিনি। অন্যদিকে চলতি দায়িত্বে থাকা মঞ্জু আরা বেগম বলেন, ৩১ জুলাই ভিকারুননিসা স্কুলে তাঁর চাকরির মেয়াদ ৩৩ বছর পূর্ণ হবে। কিন্তু এত বছরে তিনি এ রকম ঘটনা আর দেখেননি। বেইলি রোডে ভিকারুননিসার মূল ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করে। তারা প্রথম আলোকে বলে, তারা অবিলম্বে পরিমলের ফাঁসি চায়।

প্রসঙ্গত, ভিকারুননিসার বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীর ধর্ষণ ঘটনার পর স্কুলটিতে অচলাবস্থা দেখা দেয়। শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক পরিমল জয়ধরের শাস্তির দাবিতে স্কুলটিতে কয়েক দিন ধরে বিক্ষোভ ও আন্দোলন করে। আন্দোলন ও বিক্ষোভের মুখে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম তিন মাসের ছুটিতে যান। তাঁর স্থলে মঞ্জুয়ারা বেগমকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত পরিচালনা কমিটি ভেঙে দিয়ে ঢাকা জেলা প্রশাসক মুহিবুল হককে প্রধান করে অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হয়।

এই পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুয়ারা বেগম। কমিটির সভায় শিক্ষক প্রতিনিধি হিসেবে নাসরিন সুলতানা, অভিভাবক প্রতিনিধি হিসেবে কৃষি মন্ত্রনালয়ের উপসচিব মোশাররফ হোসেনকে মনোনীত করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।