আমাদের কথা খুঁজে নিন

   

শবে বরাতের রাতেও থেমে নেই পুলিশ এর ধান্দা,,,,,,

I am also a singer. আজ পবিএ শবে বরাত এর রাত । রাত ১ টা আমি নামাজ শেষ করে আমার মোটরসাইকেল টা গেরেজে রেখে বাসায় ফিরব। আমি যখন মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছন দিয়ে আসছি,সাদেক হোসেন কমি্উনিটি সেন্টার সামনে আসলাম টহল পুলিশ থামতে বলল আমি থামলাম। আমি মোটরসাইকেল গেরেজে রাখবো তাই কাগজ পএ সাথে নাই। পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স চাইছে আমি দেখালাম।

তখন আমার লাইসেন্স রেখে দি্যে বলল গাড়ীর কাগজ পএ নি্যে এসে লাইসেন্স নি্যে যেতে এবং তার মোবাইল নাম্বার দি্যে বলল কাগজ এনে তাকে ফোন দিতে (এস আই কাদের-০১৭১৮০৪৮৫৩৪)। যুক্তি হিসেবে বলল এই গাড়ী চোরাই হতে পারে, আপনাকে কাগজ দেখাতে হবে। কিন্তু তার সাথের কনস্টেবল বলতেছে সারাদিন কোন ইনকাম হয়নি কিছু টাকা দিলে লাইসেন্স ফেরত দেয়া হবে। তারপর আমার কাছ থেকে এক প্যাকেট বেনসন সিগারেট নেয়। এবং আমার লাইসেন্স ফেরত দেয়।

এখন আমার প্রশ্ন হলো গাড়ীটি যদি সত্যি চুরি হত,তাহলে লাভ কি হত? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।