আমাদের কথা খুঁজে নিন

   

মন বলে একবার তোময় দেখতে পাই যদি,সার্থক হবে আমার প্রেম পত্র লিখা

আমি আকাশ নীলীমায় ঘেরা অবাক হবার মতই ব্যাপার ছিলাম মোরা অচেনা, কেমন করে হল মোদের এমন জানা শোনা? কোন এক শুভক্ষণে পেলাম তোমার ঠিকানা, আমার মনের তৈরি হল তোমার জন্য আস্তানা। বিস্ময়ের সব ঘোর কাঁটিয়ে লিখলাম তোমায় চিঠি, তোমার পত্র হাতে পেলেই আবদ্ধ হয় দিঠি। এরপর থেকে হয়েছি যে বন্ধুত্বের বাঁধনে বন্দী, প্রত্যেক মাসেই পত্র লিখি চলে আপস সন্ধি! সত্যিই বলছি তুমি আমার মন নিয়েছ কেড়ে। ভীষণ কষ্ট পাবো যদি যাও আমার ছেড়ে। মন বলে একবার তোমায় দেখতে পাই যদি, তোমার সাথে মিলবে কি আমার মনে আঁকা ছবি? অবশেষে করতে পারলাম তোমার সাথে দেখা, তোমার কাছে পাঁঠানো পত্র সার্থক হয়েছে লেখা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।