বাঙলা কবিতা হৃদয়-তলের কৌটাতে খুব যত্নে রেখেছি নাম, নামের সুবাস নিচ্ছি এখন মন-খারাপের দিনে; যতই ওড়ো, আকাশ জুড়েই আমার হৃদয়-গ্রাম, অচিন নেকাব সরিয়ে ও মুখ নিচ্ছি ঠিকই চিনে! যাদুর আতর মাখিয়েছিলাম ও দেহে-কুন্তলে, ভেবেছিলে, ঘ্রাণ যাবে তার নামলে অপর জলে? হাওয়ায় হাওয়ায় ভাসছে সুবাস... গোয়েন্দা সে, তোমার কুশল হাওয়ার ডাকেই আজও আসে। হৃদ-ইজেলে অনন্ত রং, তুলি তোমার অশান্ত অঙ্গুলি, নিমেষে অঙ্কিত মনে, গরবিনীর আত্ম-প্রতিকৃতি; আকাশ ওড়ায় স্বপ্নরেণু, প্রণয়পাখি এবং চন্দ্রধূলি, বুক-বাগিচার খোদাই-কাঠে তোমারই উদ্ধৃতি! এই হৃদয়ের আলো তাকেই স্পষ্ট করে আরও... সেই আমাকে অবহেলায় এড়িয়ে যেতে পারো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।