আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! সেদিন টিভিতে একটা প্রোগাম দেখছিলাম । প্রোগ্রামে একজন খুব ঘুমাতো ! অন্যজন তাকে বলত তুই তো ষাট বছরের জীবনে ত্রিশ বছর ঘুমিয়ে কাটালি, আর একবছর বাধরুমে ! তা আর বাকি থাকলো কি ? এইটা দেখে আমার এই পোষ্টা লেখার ইচ্ছা হল ! আচ্ছা দেখা যাক আমার জীবন টা আমি কিভাবে ভাগ করি । মনে করেন একটা দিনে আমরা কত গুলো কাজ করি ! যেমন ঘুমাই, খাই গোসল করি, কাজ করি, ইত্যাদি ! এখন যদি এই হিসাবটাই আমরা আমাদের পুরো জীবন দিয়ে করি তাহলে কেমন হবে ? ধরে নিলাম আমি ৬০ বছর বাঁচবো ! তাহলে এবার আমার ৬০ বছরের হিসাবে আমার জীবনটাকে ভাগ করি ! আমি দিনে মোটামুটি ৯ ঘন্টা ঘুমাই ! একদম সত্যি কথা ! সেই হিসাবে আমি মোটামুটি ২২.৫ বছর ঘুমাবো ! তারমনে ২২.৫ বছর ঘুমানোর পরে আমার ঘুম ভাঙ্গবে । ঘুম ভাঙ্গার পরেও আমি মোটামুটি ১০ মিনিট ধরে আড়মোড়া ভাঙ্গি ! সেই হিসাবে আমি মোট ১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গবো ! ১৫২ দিন ধরে আড়মোড়া ভাঙ্গার পরে আমি যাবো এখন বাধরুমে ! বাধরুমে মোটামুটি ১৫ মিনিট দিলাম ! সেই হিসাবে আমি ২২৮ দিন ধরে বাধরুম করবো ! মাই গড !! এতোদিন বাধরুমেই যায় ! ২২৮ দিন বাথরুমে কাটানোর পরে বাইরে আসবো ! ব্রাস করতে ২ মিনিট করে লাগলে মোট ৩০ দিন ধরে আমি ব্রাস করবো ! ! ৩০ দিন ব্রাস করার পর কুলি করব আরো সাত দিন ধরে ! গোছল করবো ২০০ দিন ধরে ! তারপর সকালের নাস্তা করবো ১৫২ দিন ধরে ! সকালের নাস্তার পর অফিসের জন্য তৈরি হব ১৫২ দিন ধরে ! তারপর ৭৬ দিন ধরে বাসস্ট্যান্ড দিকে যাবো ! বাসে করে কর্ম স্থলে যেতে সময় লাগবে ২ বছর ধরে ! কর্মক্ষেত্রে (অফিস, ভার্সিটি, স্কুল)কাজ করবো ২০ বছর ধরে ! দুপুরে খাওয়ার জন্য সময় ৩০৪ দিন । তারপর আবার বাসায় আসবো ৩ বছর ধরে ! বিকেলে হাওয়া খাবো ২.৫ বছর ! টিভি আর কম্পিউটারের সামনে বসে থাকবো ৭ বছর ধরে ! রাতে খাবো আবার ৩০৪ দিন ধরে ! একবার চিন্তা করেন তো এই ভাবে যদি একভাবেই কাজ গুলো করতে হত !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।