পড়,জান,জানাও তোকে নিয়ে স্বপ্ন আমার অনেক দুরে যাবার
আকাশ ভরা তারার মাঝে নয়নতারা আমার
একটুখানি হাসি যে তোর আমার সুখের জোয়ার
বিষাদের একটু ছোঁয়া আমার জীবন ভাটা।
তাই তো,
তুই আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন।
লাল ফিতা, জড়ি ফিতা আরো আছে পায়ের আলতা
আরো কত আবদারে তোর চোখের কথা বলা।
পড়তে বসে ফাকি দিয়ে আমার সাথে খেলা
তোকে নিয়েই কেটে গেছে আমার কত বেলা।
না পাওয়া মোর সব স্বপ্ন দিলাম তোর হাতে
তোর চোখেতেই জীবন দেখা আরো কতকথা।
সমাজ ঘেরা হায়নার দল চারিদিকেতে ঘোরে
টেনে হেচরে খেলো তোকে আমার অগোচরে।
আমি আজ অসহায় শত হায়নার কাছে
পরাজয় খুজে পাই তোর জখমের মাঝে।
বোনটি আমার কাদে আজ একা নিভৃতে
আমার চোখে রক্ত ঝরে তোর কান্না দেখে।
এই কথা শুনছো যারা একটু সময় করে
আমার বোন কে ভেবো তুমি তোমার মত করে।
শপথ করো ফেলবো মুছে হায়নার সব চিহ্ন
গড়ব এক সমাজ শুধু আমার বোনদের জন্য।
এখনও আমি স্বপ্ন দেখি তোর চোখেতেই পাগলি।
আমি জানি তুমি হবি ,তুই ই জয় করতে পারবি।
তাই তো,
তুই আমার ছোট বোন
বড় আদরের ছোট বোন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।