জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই দীর্ঘকাল আগে একটা কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম। অভিনয় বিষয়ক সেই কর্মশালায় শিক্ষক ছিলেন জিল্লুর রহমান জন। ১৯৯০ সালে জিল্লুর রহমান জন স্যারের কাছেই প্রথম থিয়েটার গেম কথাটা শুনতে পাই। সেই কর্মশালায় তিনি কিছু থিয়েটার গেম করিয়েছিলেন। সেই থেকে আমি থিয়েটার গেমের ভক্ত।
থিয়েটার গেমকে ইমপ্রোভাইজেশন গেম বা একটিং গেমও বলা হয়ে থাকে। তবে যেই নামেই ডাকা হোক না কেন এই গেমের উদ্দেশ্য কিন্তু একটাই - সহজে অভিনয় শেখানো।
যারা অভিনয় শিখতে চায়, তাদের জন্য সবচেয়ে সহজ বিষয় হল কোন থিয়েটার গেম করা। থিয়েটার গেম শিক্ষার পাশাপাশি আনন্দও দেয়। অনেক লম্বা বক্তৃতা দিয়ে ক্লান্তিকর পদ্ধতিতে যেই বিষয়টি শোখানো যায়, সেই বিষয়টিই একটা ছোট্ট থিয়েটার গেম করে মজা করে শেখানো যায়।
নারায়ণগঞ্জে আমার একটা ছোট্ট অভিনয় স্কুল আছে। এই স্কুলে ছাত্র-ছাত্রীদের অভিনয় শেখাচ্ছি। অভিনয় শেখাতে গিয়ে যেই থিয়েটার গেমগুলো ব্যবহার করছি সেগুলো এখানে শেয়ার করব। কারো না কারো উপকারে তো আসবেই।
একটা সহজ থিয়েটার গেম শেয়ার করলাম।
থিয়েটারের পাশাপাশি শ্রেণী কক্ষে বর্ণামালা শেখানোর জন্য এই মজার গেমটি ব্যবহার করা যেতে পারে।
বর্ণমালার বৃত্ত
বর্ণনা :
মনোযোগ ধারালো করার জন্য একটা অসাধারণ খেলা।
সবাই গোল হয়ে দাঁড়ান। একজন খেলোয়াড় জোরে বলেন ‘ক’ । তারপর এই ‘ক’ অক্ষরটি মুখে বলে হাত দিয়ে অন্য কারো দিকে ছুঁড়ে দেয়ার ভঙ্গি করুন।
যার দিকে ছুঁড়ে দিলেন, তিনি সেটা গ্রহণ করে, এবার জোরে বলবেন ‘খ’। এই ‘খ’ বলার সঙ্গে সঙ্গে অন্য কারো দিকে ছুঁড়ে দেয়ার ভঙ্গি করুন। আসলে কিছুই ছুঁড়ে দেয়া হচ্ছে না, ছুঁড়ে দেয়ার ভঙ্গি করা হচ্ছে মাত্র। ধীরে ধীরে খেলার গতি বাড়ান।
যদি একটা বড় দলের সঙ্গে কাজ করেন, তবে দলটাকে দুটি ভাগ করে নিতে পারেন।
একটা হবে ‘সোনালি’ অন্যটা হবে ‘রূপালি’ দল। তাদের প্রতিযোগিতায় লাগিয়ে দিন যে কোন দল দ্রুত ‘চন্দ্রবিন্দু’ এ পৌঁছে যেতে পারে।
বিভিন্নতা :
০১) ক থেকে চন্দ্রবিন্দু অথবা ১ থেকে ১০ ও বলা যেতে পারে। আবার উল্টোটাও করা যেতে পারে।
০২) ইচ্ছে করলে ছুঁড়ে দেয়ার জন্য টেনিস বলও ব্যবহার করা যেতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।