Engineer Ashikujjaman Ashik পাকিস্তান ক্রিকেটে বিতর্ক আর কলঙ্কের শেষ নেই। সর্বশেষ খবর, আয়কর ফাঁকি দিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হকসহ পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা। এ অভিযোগে অভিযুক্ত ক্রিকেটারদের নোটিশ পাঠিয়েছে দেশটির কেন্দ্রীয় রাজস্ব ব্যুরো (এফবিআর)।
এফবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া বাত্সরিক আয়কর নথি পর্যালোচনা করে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন, বেশির ভাগ ক্রিকেটার আয়কর ফাঁকি দিয়েছেন। আয়কর প্রতিবেদনে ক্রিকেটারদের আয় তাঁদের প্রকৃত আয়ের চেয়ে অনেক কম দেখানো হয়েছে।
সূত্র জানায়, আয়কর ফাঁকি ছাড়াও লাখ লাখ রুপি বকেয়া জমেছে পাকিস্তানি ক্রিকেটারদের। বকেয়া দ্রুত পরিশোধ করতে ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে রাজস্ব ব্যুরো।
খবরে বলা হয়, ক্রিকেটারদের আয়কর থেকে অব্যাহতি দিতে আবেদন জানিয়েছে পিসিবি। সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি প্রথমে তুলে ধরেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট।
এদিকে অধিনায়ক মিসবাহর একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, এটা ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছু নয়।
ভুল ক্যাটাগরিতে তাঁর কাছে নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন মিসবাহ। ওয়েবসাইট।
মুল খবর: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।