আমাদের কথা খুঁজে নিন

   

তিন নাটক নিয়ে নেপালে চয়নিকা, এই সুযোগে...।

good একসঙ্গে তিনটি নাটকের কাজ করতে নেপাল গেলেন নাট্যকার-নির্দেশক চয়নিকা চৌধুরী। গতকাল সকালেই একঝাঁক তারকা শিল্পী-কুশলী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন পরিচালক। পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, আমি একশ’র বেশি নাটক পরিচালনা করেছি। আমার সব নাটকই কোনো না কোনো চ্যানেলে প্রচার হয়েছে। আমার এই দীর্ঘ ক্যারিয়ারে আমি নেপালে কখনও শুটিং করিনি।

এবারই প্রথম নেপালে কাজ করতে যাচ্ছি। জানি না, সেখানকার অভিজ্ঞতা কেমন হবে। ফিরে এসে বলতে পারব। তবে আমার সঙ্গে যেসব শিল্পী-কুশলী যাচ্ছেন তাদের বেশিরভাগই একাধিকবার নেপাল গেছেন এবং কাজ করেছেন। মিডিয়ার সফল দম্পতি অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরী।

নাট্যকার-নির্মাতা হিসেবে দুজনেরই রয়েছে আলাদা পরিচিতি। বিয়ের ২০ বছর পার করলেও এই তারকা দম্পতি এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে একসঙ্গে আসেননি। প্রথমবারের মতো তারা সরাসরি আসছেন আরটিভির পর্দায়। আরটিভির প্রতিদিনের সরাসরি আয়োজন বসুধা তারকালাপে অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী একসঙ্গে উপস্থিত হচ্ছেন। অনুষ্ঠানে তারা তাদের দীর্ঘ ২০ বছর সংসার জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন।

বলেছেন ভালোবেসে ঘর বাঁধার গল্প। একই সঙ্গে তাদের কথোপকথনে উঠে এসেছে মিডিয়ার নানা প্রসঙ্গ। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হবে ৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।